গণতন্ত্র রক্ষা দিবসে মহানগর হকার্স লীগের বিক্ষোভ মিছিল
৫ জানুয়ারী বাংলাদেশ আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার কর্তৃক ঘোষিত গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট মহানগর হকার্স লীগ।
গতকাল সোমবার সকালে নগরীর মাছিমপুর এলাকা থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল পরবর্তী সমাবেশে মহানগর হকার্স লীগের আহবায়ক শফিক আহমদের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক মো: আতিয়ার রহমানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মো: ছাত্তার মিয়া, আহবায়ক কমিটির সদস্য মো: বশির আহমদ, মো: ইয়াছিন মিয়া, মো: মানিক মিয়া, মো: রাকিব আলী, মো: জানে আলম, মো: শামছুল আলম, মো: লাহিম মিয়া, মো: আবুল কাশেম, মো: কায়র মিয়া, মো: শিপন মিয়া, মো: বাদশা মিয়া, মো: শফিক মিয়া, মো: বদিউজ্জামান, মো: সাইদুর রহমান।
সভায় নেতৃবৃন্দ বলেন, সরকারের উন্নয়ন কর্মকান্ডকে বাধাগ্রস্থ করতে বিএনপি-জামায়াত জোট দেশে অস্বস্থিকর পরিবেশ তৈরি করেছে। তাদের কোন ষড়যন্ত্রই জননেত্রী শেখ হাসিনার সরকারকে হঠাতে পারবে না।