জকিগঞ্জে পুলিশ ও বিএনপি জামায়াত সংঘর্ষ, আহত ৩০ : পুলিশের গুলি নিক্ষেপ, আটক ৩
জকিগঞ্জ প্রতিনিধিঃ জকিগঞ্জে পুলিশের সাথে গতকাল সোমবার বিকেলে বিএনপি জামায়াতের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি ও টিআর সেল নিক্ষেপ করে। সংঘর্ষের ঘটনায় জামায়াত, বিএনপি, আওয়ামীলীগ, পুলিশ, ব্যবসায়ী, পথচারীসহ অন্তত প্রায় ৩০জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় বিএনপি জামায়াত নেতাকর্মীরা কালো পতাকা হাতে নিয়ে পৌর শহরে বিক্ষোভ মিছিল শুরু করলে পুলিশ বাঁধা দিলে বিএনপি-জামায়াত নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিআর সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে পুলিশের এএসআই মইন উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন লস্কর, ব্যাবসায়ী নুরু, বিএনপি কর্মী হেলাল আহমদ, আওয়ামীলীগ কর্মী মঙ্গলাল, আব্দুল ওয়াদুদসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ সময় পুলিশ এক জামায়াত কর্মীকে আটক করেছে। অপরদিকে রবিবার রাতে জকিগঞ্জে নাশকতার আশঙ্কায় জকিগঞ্জ থানা পুলিশ পৌর শহর থেকে ২ জনকে আটক করেছে। আটককৃতরা হলো পৌর ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক শিব্বির আহমদ রনি (২৮) ও পৌর ছাত্রদল নেতা মনিরুল ইসলাম রাজন। গতকাল আটককৃতদেরকে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্টেট আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এদিকে গতকাল রাতে বিএনপি-জামায়াতের তান্ডবের প্রতিবাদে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও এমএ হক চত্তরে প্রতিবাদ সভা করেছে।
জকিগঞ্জ থানার ওসি শফিকুর রহমান খাঁন জানিয়েছেন, নাশকতার ঘটনায় জকিগঞ্জ থানায় মামলা দায়ের করা হবে।