ছবি তোলার নামে এমপির গালে চড়
সুরমা টাইমস ডেস্কঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ভাতিজা ও তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য অভিষেক বন্দোপাধ্যায়কে চড় মেরেছেন এক যুবক। পূর্ব মেদিনীপুরের চণ্ডীগড়ে রোববার বিকেলে এ ঘটনা ঘটে।
এদিন যুব তৃণমূল কংগ্রেসের একটি কর্মিসভার মঞ্চে বক্তব্য রাখছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বক্তব্য চলাকালে ওই সংসদ সদস্যের ছবি তোলার নাম করে মঞ্চে ওঠেন এক যুবক। মঞ্চে উঠে আচমকাই অভিষেককে চড় বসিয়ে দেন তিনি।
ঘটনার পরপরই মঞ্চে উপস্থিত তৃণমূলের কর্মী-সমর্থকরা ওই যুবককে হাতেনাতে ধরে গণপিটুনি দেয়। ওই যুবককে বাঁচাতে গেলে পুলিশকেও বেশ হিমশিম খেতে হয়। মঞ্চের বিশৃঙ্খলার ছবি তুলতে গেলে গণমাধ্যমের কর্মীদের ওপরও হামলা চালায় একদল উত্তেজিত জনতা।
এ দিকে গণপিটুনিতে আহত ওই যুবককে স্থানীয় তমলুক হাসপাতালে ভর্তি করা জয়। তবে ওই যুবকে নাম পরিচয় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি। অভিষেককে চড় মারার কারণে চণ্ডীপুরের বিভিন্ন রাস্তা অবরোধ করে তৃণমূলের কর্মী-সমর্থকরা।
তৃণমূলের সংসদ সদস্য ডেরেক ওব্রায়েন বলেন, ‘ওই যুবক বাইরের লোক। ছবি তোলার নাম করে ওই যুবক কাণ্ডটি ঘটিয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’