বালাগঞ্জে জেএসসি পরীক্ষায় পাশের হার ৮৫.১৮% : পিএসসি পরীক্ষায় পাসের হার ৯০%
জেএসসিতে জিপিএ ৫ পেয়েছে ৩০জন : পিএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১২২ জন শিক্ষার্থী
শাহ মো. হেলাল, বালাগঞ্জ: বালাগঞ্জে ২০১৪ সালের অনুষ্ঠিত জুনিয়র সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি)র ৪টি কেন্দ্রে ৩৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩৭৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৩১৯৮ জন কৃতকার্য হয়েছে। তন্মধ্যে এ পাস পেয়েছে ৩০ জন। মোট পাসের হার ৮৫.১৮%। অপরদিকে জেডিসি পরীক্ষায় ১৬ মাদ্রাসার মধ্যে ১টি কেন্দ্রে ৮২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৬১৬ জন কৃতকার্য হয়েছে। তন্মধ্যে এ পাস পেয়েছে ৭ জন। পাসের হার ৭৪.৬৬%। জেএসসি পরীক্ষায় গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় ৮টি, বালাগঞ্জ ডি.এন. উচ্চ বিদ্যালয় ৫টি, জয়বুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ৪টি, দেওয়ান আব্দুর রহিম ৩টি, তয়রুননেছা বালিকা উচ্চ বিদ্যালয় ২টি, মঙ্গলচন্ডী নিশিকান্ত উচ্চ বিদ্যালয় ২টি, নুর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ২টি, খুজগীপুর মান উলাহ উচ্চ বিদ্যালয়, সাদীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, ওসমানীননগর মডেল উচ্চ বিদ্যালয়, খন্দকার বাজার উচ্চ বিদ্যালয় ১টি এ পাস পেয়েছে। অপরদিকে জেডিসি পরীক্ষায় চকবাজার দাখিল মাদ্রাসা ২টি, ফাযিলপুর দাখিল মাদ্রাসা ২টি, পাঁচপাড়া দাখিল মাদ্রাসা, হযরত শাহজালাল দাখিল মাদ্রাসা, মুসলিমাবাদ দাখিল মাদ্রাসা ১টি করে এ পাস পেয়েছে। পরীক্ষার ফলাফল সম্পর্কে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম সন্তোষ প্রকাশ করে বলেন আগামীতে আরো ভালো ফলাফল করার জন্য শিক্ষক অভিভাবক সহ শিক্ষার্থীরা লেখাপড়ায় গুরুত্ব দিতে হবে।
এবারের পিএসসি পরীক্ষায় ১২২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাসের হার ৯০%। বালাগঞ্জ উপজেলার ১৮৬ টি প্রাথমিক বিদ্যালয়ে ২৩ টি কেন্দ্রে ৬২২৫ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ২৭৮ জন শিক্ষার্থী। ফেল করেছে ৩৪৫ জন পরীক্ষার্থী। তার মধ্যে বালিকা ৭৪ জন ও বালক ৪৮ জন জিপিএ-৫ পেয়েছে। বালাগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম বলেন বালাগঞ্জ উপজেলায় এবারের ফলাফলে আমরা খুবই খুশি। এর জন্য শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের ভূমিকা অতুলনীয়। আশা করব আগামী শতভাগ ফলাফল করতে সবাই একযোগে কাজ করবে।