সিলেট মহানগর বিএনপির অগ্নিপরিক্ষা আজ
সুরমা টাইমস ডেস্কঃ সিলেট মহানগর বিএনপির নতুন আহবায়ক কমিটির অগ্নিপরীক্ষা হতে যাচ্ছে সোমবার। সংগঠন সুত্রে জানা যায়, মহানগর বিএনপির নতুন কমিটি গঠনের পর কাল সোমবার প্রথম বিএনপি ও ২০ দলীয় জোটের ডাকে সকাল -সন্ধ্যা হরতাল পালন করতে যাচ্ছে মহানগর বিএনপি । তাদের হরতাল পালন করাকে নিয়ে নেতাকর্মীদের মাঝে উদ্বেগ-উৎকন্ঠা বিরাজ করছে। কেননা সদ্য মহানগর বিএনপির বিলপ্ত হওয়া কমিটির নেতাদের বিরুদ্ধে আওয়ামীলীগ ও পুলিশের সাথে সমঝতা করে মহানগর বিএনপি মিছিল-সমাবেশ করত বলে অভিযোগ উঠেছিল। সকালে বিএনপি মিছিল করলে বিকালে মিছিল করত আওয়ামীলীগ। এমনকি তাদের কাউকে কখনো পিকেটিং করতে দেখা যেত না। বন্দরবাজার সিটি মার্কেটের নিচে বসে হরতালে সময় কাটিয়ে দিতেন বলে অভিযোগ উঠেছিল। তাছাড়া অনেক নেতা পুলিশের গ্রেফ্তারের ভয়ে হরতালে বের হতেন না। আবার অনেকে ফটো সেশন করে চলে যেতেন। তাই মহানগর বিএনপির সাংগঠনিক ব্যার্থতা ও মেয়াদ উক্তীর্ণ হওয়া গত ৮ নভেম্বর কমিটি ভেঙ্গে নতুন আহবায়ক কমিটি গঠন করে দেয় কেন্দ্রীয় বিএনপির। তাই নতুন আহবায়ক কমিটি আগের মত ঢিলাঢেলা হরতাল পালন করবে না, মাঠে হরতাল পালনে কঠোর হবে তাই নিয়ে নেতাকর্মীদের মধ্যে কৌতুহল বিরাজ করছে।তবে কালকের হরতাল কিভাবে পালন করা হবে সে ব্যাপারে মহানগর বিএনপির আহবায়ক ডা.শাহরিয়ার হোসেন চৌধুরীর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,বর্তমান অবৈধ সরকারের বিরুদ্ধে জনগন। তাই কালকের হরতাল জনগন স্বতঃস্ফূর্ত ভাবে পালন করবে বলে আমরা আশাবাদী। তছাড়া হরতাল কার্যকারী করার জন্য আমরা সকল ধরনের প্রস্তুতি নিয়েছি।