বিশ্বনাথে শ্বাসরাম গ্রামে ৭ম ইসলামী সুন্নী সম্মেলন আজ
বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথ সদর ইউনিয়নের পশ্চিম শ্বাসরাম গ্রাসবাসি আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও আল্লামা ছাহেব ক্বিবলা ফুলতলী (র.) এর ইছালে ছওয়াব উপলক্ষে ৭ম বার্ষিক ইসলামী সুন্নী মহা-সম্মেলন আজ সোমবার জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। সম্মেলনে সভাপতিত্ব করবেন পশ্চিম শ্বাসরাম গ্রামের প্রবীণ মুরব্বী মো. সাজিদ আলী। সুন্নী-মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে বয়ান করবেন হাফিজ মাওলানা ফখরউদ্দিন চৌধুরী ফুলতলী। প্রধান বক্তা হিসেবে বয়ান করবেন আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুখতার আহমদ আল-কাদরী চট্রগ্রাম।
বিশেষ অতিথি হিসেবে বয়ান করবেন সৎপুর কামিল মাদ্রাসার মুহাদ্দিছ হযরতুল আল্লামা ছালিক আহমদ, বিশ্বনাথ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা নোমান আহমদ, হযরত শাহজালাল (র.) সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক হযরত মাওলানা এখলাছুর রহমান, দেওকলস মাইজগাঁও মাদ্রাসার সুপার হযরত মাওলানা লুৎফুর রহমান, পশ্চিম শ্বাসরাম জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা শেখ আব্দুল কাদির নাছির। বিশেষ বক্তা হিসেবে সংগীত পরিবেশন ইসলামী সংগীত জগতের আলোড়ন সৃষ্টিকারী জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী হযরত মাওলানা কবি তাজউদ্দিন। সম্মেলনে ধর্মপ্রাণ মুসল্লীদের উপস্থিতি কামনা করেছেন পশ্চিম শ্বাসরাম গ্রামবাসি।