হরতালের সমর্থনে জকিগঞ্জে বিএনপির মিছিল
জকিগঞ্জ প্রতিনিধিঃ ২০ দলীয় জোটের ডাকা হরতালের সমর্থনে গতকাল রবিবার সন্ধ্যার পরপর উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্দ্যেগে মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি হেলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হাসান আহমদের পরিচালনায় পৌর শহরের এমএ হক চত্তরে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুশ শহীদ মাসুক, সাধারন সম্পাদক শফিকুর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম সাগর, পৌর যুবদল সভাপতি রিপন আহমদ, উপজেলা যুবদল সাধারন সম্পাদক মাসুক আহমদ, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুন হিরা, আব্দুছ ছালাম প্রমূখ। সভায় বক্তারা ২০ দলীয় জোটের ডাকা হরতাল পালন করতে উপজেলার সর্বস্থরের জনগনের প্রতি আহবান জানান।