তামাবিল রোডে ট্রাক থেকে রয়েল্টির নামে টাকা আদায় ও কোম্পানীগঞ্জ রোডে ট্রাকে ডাকাতীর প্রতিবাদে সভা
সিলেট তামাবিল রোডে জৈন্তার চানকিল নামক স্থানে ট্রাক আটক করে রয়েল্টির নামে টাকা আদায় ও গত শুক্রবার রাত ৩ঘটিকায় কোম্পানীগঞ্জ রোডে বর্নি নামক স্থানে ট্রাকে গণডাকাতী এবং হামলায় ট্রাকচালক মোঃ রিপন মিয়া, জয়নাল ও লোকমান সহ ৫-৬ আহত হওয়ার প্রতিবাদে এক প্রতিবাদ সভা গতকাল দুপুর ২ঘটিকার সময় ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে সংগঠনের সভাপতি আবু সরকারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল গফুরের পরিচালনায় অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা ট্রাক মালিকগ্রুপ’র সভাপতি আবুল কাহের ইজু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রাক মালিকগ্রুপের সাধারন সম্পাদক হাজী ইফতেখার হোসেন সোহেল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ট্রাক শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি দিলু মিয়া, আব্দুস সালাম, সিনিয়র সহ-সাধারন সম্পাদক মুজিবুর রহমান, রহমত আলী তারেক, আমির উদ্দিন, মানিক মিয়া, বাবুল হোসেন, ফখরুল ইসলাম, রাজু আহমদ তুরু, আসমত আলী হাসু প্রমূখ।
সভায় বক্তারা কোম্পানীগঞ্জ রোডে ডাকাতী ও ছানকিল নামক স্থানে ট্রাক আটকিয়ে রয়েল্টির নামে টাকা আদায় করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অভিলম্বে কোম্পানীগঞ্জ রোডে ট্রাকের ডাকাতী বন্ধ, ডাকাত গ্রেফতারের ব্যবস্থাগ্রহন ও রয়েল্টির নামে টাকা আদায় বন্ধ করতে প্রশাসনের প্রতি জোর দাবী জানান। অন্যথায় ট্রাক মালিক শ্রমিক কঠোর আন্দোলন দিতে বাধ্য হবে বলে হুশিয়ারী উচ্চারন করেন নেতৃবৃন্দ।