জিয়াদ উদ্ধারের পর জনগণের ক্ষোভ, ভাংচুর
সুরমা টাইমস ডেস্কঃ ২৩ ঘন্টা পর সাধারন ব্যবস্থায় শিশু জিয়াদ উদ্ধার হওয়ার পর রাজধানীর শাহজাহানপুরে বিক্ষুব্ধ হয়ে উঠেছে স্থানীয় মানুষ। তারা প্রশাষন এবং দমকল বাহিনীসহ উদ্ধার কাজ পরিচালনা করা সরকারী বাহিনীর প্রতি ক্ষোভ প্রকাশ করছে জনগণ। তারা ওই এলাকায় ব্যাপক ভাংচুর চালাচ্ছে। শাহজাহানপুর থানার ওসি জাকির হোসেন জানান, বিক্ষুব্ধদের শান্ত করার চেষ্টা চলছে।
এদিকে জিহাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ঢাকা মেডিকেলের আবাসিক সার্জন ডা: রিয়াজ শিশু জিয়াদকে মৃত ঘোষণা করেন।