নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কমিটি গঠন
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকে ॥ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নবীগঞ্জ সদর ইউনিয়ন শাখা গঠন করা হয়েছে। গতকাল বুধবার বিকালে স্থানীয় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে উপজেলা স্বেচছাসেবকলীগের আহবায়ক আমিনুর রহমান চৌধুরী সুমনের সভাপতিত্বে কর্মী সমাবেশে ইউপি মেম্বার সানু মিয়াকে আহবায়ক বাবুল আহমদ, রাজন রায়, সাহিদ মিয়া, রুমন রায় ও মুহিবুর রহমানেকে যুগ্ম আহবায়ক করে নবীগঞ্জ সদর ইউনিয়ন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। যুগ্ম আহবায়ক উজ্জ্বল সরদার ও ইকবাল আহমেদ বেলালের পরিচালনায় কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল। বিশেষ অতিথি ছিলেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান ইয়াহিয়া চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জেলা স্বেচ্ছাসেকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল বশর চৌধুরী সুজন, সাংগঠনিক সম্পাদক এস এম নাবিউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, রবীন্দ্র কুমার পাল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, সহ-সভাপতি আব্দুস ছালাম, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পদাক আমিনুল ইসলাম, ওহি চৌধুরী থানা আওয়ামীলীগ নেতা ইমান আলী, আব্দুল হামিদ। ব্ক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা রুবেল আহমদ চৌধুরী, মাজহারুল ইসলাম অপু, অনন্ত দাশ, ছাত্রলীগ নেতা আবু সালেহ জীবন, মাহবুবুর রহমান রাজু, হাফিজুর রহমান, তরুনলীগ আহবায়ক পারভেজ রাজ, যুগ্ম আহবায়ক ভিষন রায়, বিমল রায় প্রমূখ।