শাহপরাণ থানা পূর্ব জামায়াতের শীত বস্ত্র বিতরণ
সরকার গরীব-দুঃস্থ শীতার্তদের পাশে না দাড়িয়ে দুর্নীতি আর লুটপাটে ব্যস্ত রয়েছে
——–মাওলানা সোহেল আহমদ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট মহানগরী সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ বলেছেন, জামায়াত সারাদেশে প্রতিটি গ্রামে গরীব-দুঃস্থদের মাঝে সামর্থ অনুযায়ী শীত বস্ত্র পৌছে দিচ্ছে। এই শীত বস্ত্র পুরো শীত নিবারণ না হলেও শীতার্তদের পাশে দাড়ানোর ল্য নিয়ে জামায়াত বরাবরের ন্যায় এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি ব্যক্তি উদ্যোগের পাশাপাশি রাষ্ট্রের উদ্যোগে এসব শীতার্তদের পাশে দাড়ানোর জন্য সরকারের প্রতি আহবান জানান। তিনি আরো বলেন, সরকার এসব গরীব-দুঃস্থদের পাশে না দাড়িয়ে দুর্নীতি আর লুটপাটে ব্যস্ত রয়েছে।
তিনি গতকাল সোমবার শাহপরাণ থানা পূর্ব জামায়াতের উদ্যোগে গরীব-দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। থানা আমীর শামীম আহমদের সভাপতিত্বে সহ-সেক্রেটারী মাওলানা ফয়জুর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আশরাফ আলী, আব্দুল জলিল, ফতেহ গাজী, ফয়জুল ইসলাম, দেওয়ান কুদ্দুছ প্রমুখ। বিজ্ঞপ্তি