এডভোকেট মাহফুজ,আজমল ও ভুট্টোর উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার চাই : জাতীয় মানবাধিকার সোসাইটি
সিলেট জেলা জজ কোর্টের এডিশনাল পিপি জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট জেলা কমিটির উপদেষ্টা সদস্য এডভোকেট মাহফুজুর রহমান সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট আজমল আলী ও এডভোকেট হাবিবুর রহমান ভুট্যোর এর উপর দায়ের কৃত মিথ্যা ষড়যন্ত্র মুলক মামলা থেকে নাম প্রত্যাহারের জন্য দাবী জানিয়েছেন জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট জেলা কমিটির নেতৃবৃন্দ । বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন আইনজীবীরা আইনের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল ।কোন আইনজীবী কখন ও আইন কে হাতে নেওয়ার পরামর্শ প্রদান করেন না । আইনজীবীরা সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইন পেশা পরিচালনা করে থাকেন । এ আবস্থায় সিলেট জেলা বারের তিনজন বিজ্ঞ সদস্য কে উদ্দেশ্য প্রনোদিত ও সম্পূর্ণ ষড়যন্ত্রমুলক ভাবে মিথ্যা মামলায় সম্পৃক্ত করায় জাতীয় মানবাধিকার সোসাইটির নেতৃবৃন্দ তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করে বলেন উক্ত ঘটনার সময় উক্ত বিজ্ঞ তিনজন আইনজীবী তাদের পেশাগত দায়িত্ব পালন অবস্থায় এবং ঘটণাস্থলে না থেকে কিভাবে উক্ত মামলার আসামী করা হয় তা একটি প্রশ্নবিদ্ধ । জাতীয় মানবাধিকার নেতৃবৃন্দ উক্ত মামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উক্ত মামলা থেকে এডভোকেট মাহফুজুর রহমান সহ তিন জন বিজ্ঞ আইনজীবীর নাম প্রত্যাহারের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান । পাশাপাশি এ ঘটনার জন্য সুষ্ঠ তদন্ত দাবী করে বলেন যাতে কোন নিরপরাধ মানুষ মিথ্যাভাবে হয়রানির শিকার না হয়। বিবৃতিদাতারা হলেন জাতীয় মানবাধিকার সোসাইটি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ড. এম শহিদুল ইসলাম শহীদ এড. জাতীয় মানবাধিকার সোসাইটি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মাহসচিব সিলেট জেলা সভাপতি এডভোকেট আল আসলাম মুমিন, কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ এজাজ উদ্দিন, সিলেট জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি মোঃ আশরাফ বখত, নিজাম উদ্দিন জায়গীরদার, এডভোকেট আব্দুস সাদেক লিপন ,এডভোকেট বদিউল আলম লিটন, ডাঃ খলিলুর রহমান সহ সভাপতি এডভোকেট তাজ উদ্দিন মাখন, মোঃ হাবিবুর রহমান হাবিব মোঃ আসকির আহমদ মোঃ মুজিবুর রহমান, আব্দুল জলিল খান, মোঃ কামরুজ্জামান দিপু,এডভোকেট শাহ মোহতাদিনুর রহমান সেলিম এডভোকেট মহসিন আহমদ চৌধুরী এডভোকেট তাজ রিহান জামান এডভোকেট আব্দুল মালেক,যুগ্ম সম্পাদক শিহাব উদ্দিন আহমদ,শাহজাহান সিদ্দীকি,এডভোকেট মোঃ ইসরাফিল আলী, সহ সাধারণ সম্পাদক এডভোকেট নুর আহমদ,এডভোকেট আব্দুল্লাহ হেলাল, জয়দ্বীপ পাল,রুমেল আহমদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, এডভোকেট অজিত কুমার রায়, এডভোকেট মির্জা হোসাইন,এডভোকেট সালমা খান প্রমুখ ।