শতাধিক শিল্পী’র কন্ঠে সিলেট মাতালো কফিল উদ্দিন সরকার লোক উৎসব
সুরমা টাইমস রিপোর্টঃ গতকাল শনিবার বাউল কফিল উদ্দিন সরকার লোক উৎসবে বাউল গানে মুখরিত হয়ে উঠে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার । উৎসবে কফিলউদ্দিনের গান গেয়ে শুনান আগত শতাধিক বাউলশিল্পীরা। বাউল গানে মুদ্ধ হন দর্শক-শ্রুতারা। গানে গানে স্মরণ করা হয় প্রয়াত বাউল কফিল উদ্দিন সরকারকে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেন, সাংস্কৃতিক অঙ্গণকে বাঁচিয়ে রাখতে বর্তমান সরকার কাজ করছে। সরকারের প্রতি আমাদের আহবান সিলেটের বাউল শিল্পীদের পূর্ণবাসনে আরো সুদৃষ্টি দিতে হবে। তিনি বলেন, বাউল সংস্কৃতির শিল্পিরা এদেশের অহংকার। স্বাধীনতা যুদ্ধকালীন সময় সিলেটের বাউল শিল্পীরা মুক্তিযোদ্ধের স্বপক্ষে কাজ করেছেন। তাদের সম্মানে আজ আমাদের দিপ্ত শপথ হোক রাজাকার মুক্ত বাংলাদেশ চাই।
সিলেট শহীদ মিনারে বাংলাদেশ বাউল কল্যাণ ফেডারেশন এর উদ্যোগে বাউল সম্রাট কফিল উদ্দিন সরকার লোক উৎসবে ফেডারেশন এর চেয়ারম্যান সাংবাদিক ফকির শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলার দিরাই পৌরসভার মেয়র আজিজুর রহমান বুলবুল, প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার ঢাকার পরিচালক ড.মির শাহ আলম, বিশেষ আলোচক ছিলেন, বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক এস.এম জাহিদ হোসেন, বাংলাদেশ পোয়েটস্ ক্লাবের চেয়ারম্যান কবি মুস্তাফিজুর রহমান চৌধুরী, দৈনিক মানচিত্র ও সুরমা টাইমস্ পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান তাফাদার, জাতীয় সাংবাদিক সংস্থার সিলেট বিভাগীয় সভাপতি তাজুল ইসলাম বাঙ্গালী প্রমুখ। রাত ১০টা পর্যন্ত চলা বাউল উৎসবে চলে কফিল উদ্দিনের মরমি ও লোক গান।