জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব
সিলেট উন্নয়ন সংস্থার মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক
সিলেট উন্নয়ন সংস্থার উদ্যেগে আয়োজিত ৭১ এর রনাঙ্গনের তিন বীর মুক্তিযোদ্ধার সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম বলেছেন, দেশ মাটি ও মানুষের টানে যারা স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন, তাদের সম্মান ও শ্রদ্ধা জানানো আামাদের নৈতিক দায়িত্ব। সিলেট উন্নয়ন সংস্থা সেই দায়িত্ব পালন করে জাতির ঋণ শোধে ভূমিকা রেখেছে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান দিয়ে তাদের আত্মত্যাগের ইতিহাস আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।
গতকাল ১৭ ডিসেম্বর বুধবার নগরীর একটি অভিজাত হোটেলে এই সন্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিলেট উন্নয়ন সংস্থার সভাপতি আলী আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. এহছানুল করিম মিশুর পরিচালনায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আলী আকবর রাজন। অনুষ্ঠানে সংবর্ধিত মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা সামছুল ইসলাম গাজী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কাজীর বাজার পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ সুজাত আলী, সিলেট চেম্বার অব কমার্সের সদস্য মুনাঈম চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক রাজু আহমদ, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংস্থা’র সাবেক সভপতি ডা. এম শিহাব উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম, সুনামগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদের সহ সভাপতি আলী আহসান হাবিব, যুব সংগঠক শাহ আলম, সিলেট উন্নয় সংস্থা’র অর্থ সম্পাদক বাবুল আহমদ চৌধুরী, প্রকাশনা সম্পাদক মারুফ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন লাহিন, সমাজ সেবা সম্পাদক রকি দেব, কার্যকরী পরিষদ সদস্য হিফজুর রহমান, শফিউল আলম শফিক, নাসির উদ্দিন, রুমান আহমদ রাজু, পারভেজ আহমদ, মহিনুর ইসলাম পাপ্পু, আলমগীর হোসেন, তোফায়েল আহমদ, হাবিব আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি