বিজয় দিবসে তাহিরপুর স্বজন সমাবেশের পুস্পস্তবক অর্পণ
তাহিরপুর প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা যুগান্তর স্বজন সমাবেশের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। এ সময় স্বজন সমাবেশের উপদেষ্টা মজিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা ডা.আব্দুস ছালাম, এসআই সামিউল হক,এএসআই বিপুল কুমার সিংহ, এএসআই বিল্লাল মাহমুদ, যুগান্তরের উপজেলা প্রতিনিধি তারেক আজিজ, স্বজন সমাবেশ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সোহেল, সাধারন সম্পাদক শফিকুল মল্লিক, সহকারি শিক্ষক সেলিম হায়দার, স্বজন মিলাদুর রহমান, ছয়ফুল আলম বাবুল, সাদ্দাম, শিহাব সরোয়ার শিপু, ফয়সাল আহমেদ, মাহফুজ, রাতুল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।