এমসি কলেজের বিজয় টি-টুয়েন্টির চ্যাম্পিয়ান ইংরেজী বিভাগ
মুকিত তুহিনঃ বিজয় মানে আনন্দ,বিজয় মানে উল্লাস- উচ্ছাস। বিজয় দিবসকে কেন্দ্র করে যখন সারা দেশ আনন্দ উল্লাসে মেতে উঠেছিল । তখন পিছিয়ে ছিল না সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এমসি কলেজের শিক্ষার্থীরা। মহান বিজয় দিবস উপলক্ষে টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টের ঘিরে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে ছিল অন্যরকম আনন্দ। ১৬ ই ডিসেম্বর মঙ্গলবার বিজয় টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ইংরেজী বিভাগ ৩০ রানে হারায় প্রাণীবিদ্যা বিভাগকে। ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে ইংরেজী বিভাগ। ইংরেজী বিভাগ ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে। ইংরেজী বিভাগের পক্ষে সর্বচ্ছ ৬৬ রান করেন ফয়জুল ইসলাম,৪২ রান করে অপরাজিত ছিলেন কামরুল ইসলাম। ইংরেজী বিভাগের রানের পাহাড় কে তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১০৬ রান করেন প্রাণী বিদ্যা বিভাগ। প্রাণী বিদ্যা বিভাগের পক্ষে সর্বচ্ছ ৩০ রান করেন রোমান এবং ১৬ রান করেন আমিন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন ফয়জুল ইসলাম। টুর্ণামেন্টে বিজয়ী দলের হাতে পুরুষ্কার তোলে দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জি। এদিকে কলেজের গণিত বিভাগের মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টানে আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ বলেন, পৃথিবীর সব স্বাধীন দেশের স্বাধীনতা দিবস থাকলেও বিজয় দিবস থাকে না। বাংলাদেশ সেই বিরল সৌভাগ্যের অধিকারী দেশ, যেটি ২৪ বছরের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের পর রণাঙ্গনে শত্রুকে পরাজিত করে বিজয় অর্জন করেছে। তাই আজকের বিজয় দিবসের শপথ হোক, সব ধরনের হানাহানি ও বৈরিতা-বিদ্বেষকে পেছনে ফেলে, দেশের ও জনগণের কল্যাণে সবাই এক হয়ে কাজ করব। এতে সভাপতিত্ব করেন কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহযোগি অধ্যাপক্ষ আনোয়ার হোসেন চৌধুরী ও সভা সঞ্চালনা করেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক হাবীবা আক্তার ও অর্থনীতি বিভাগের প্রভাষক ফৌজিয়া আজিজ। সভা বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জি। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন,প্রফেসর প্রত্যুস কুমার দেব,প্রফেসর আবুল কাশেম,সহযোগি অধ্যাপক আতাউর রহমান, সহযোগি অধ্যাপক্ষ হুমাঈন কবির, কলেজ ছাত্রলীগ নেতা দেলোওয়ার হোসেন, সজিব চৌধুরী, কলেজ ছাত্রদল নেতা দেলোওয়ার হোসেন প্রমুখ। সভার পূর্বে খেলাধুলা ও মনোজ সাংস্কৃতিক অনুষ্টানে স্কাউট ও সাধারন ছাত্র ছাত্রী এবং শিক্ষকগন অংশ গ্রহন করে অতিথি ও দর্শকদের আনন্দ দান করেন।