অস্ত্র ও ‘জেহাদি বই’ উদ্ধারের মামলায় ছাত্রলীগের ১৫ নেতাকর্মী কারাগারে
সুরমা টাইমস ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হল থেকে অস্ত্র ও জেহাদি বই উদ্ধারের মামলায় ছাত্রলীগের ১৫ নেতা-কর্মীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার বিকেলে হাটহাজারী থানা পুলিশ ক্যাম্পাস থেকে গ্রেফতারকৃত ১৫ ছাত্রলীগ নেতা-কর্মীকে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ নোমানের আদালতে হাজির করলে আদলত তাদের প্রত্যেককে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
গত রোববার দুপুরে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে তাপস সরকার নামের এক ছাত্রলীগ কর্মী নিহত হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে ছাত্রলীগের ২৬ নেতা-কর্মীকে আটক করে। এছাড়া একই দিন সন্ধ্যায় শাহাজালাল হলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও জেহাদি বই উদ্ধার করে পুলিশ।
আটককৃত ২৬ জনের মধ্যে যাচাই-বাছাই শেষে ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। সোমবার বিকেলে ১৫ জনকে আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
উল্লেখ্য, শাহজালাল হল থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় হাটহাজারী থানা পুলিশ পৃথক ধারায় ৫টি মামলা দায়ের করে। এ সব মামলায় ৬৫ জনকে আসামি করা হয়।