বিশ্বনাথে ব্যবসায়ীদের মাঝে নির্বাচনী হাওয়া
বিশ্বনাথ প্রতিনিধিঃ প্রার্থীরা মাঠে নেমেছেন। একেবারে কোমর বেঁধে। এযেন এক আলাদা আনন্দ বইছে সবার মাঝে। নির্বাচন আসায় ব্যবসায়ীরা খুশি। ভোট যাওয়া শুরু করেছেন। বিশ্বনাথ পুরানবাজারের সীমানায় প্রতিদিন চষে বেড়াচ্ছেন সম্ভ্যাব্য প্রার্থীরা। লিফলেট হাতে নিয়ে যাচ্ছেন এক দোকান থেকে আরেক দোকানে। সালাম দিচ্ছেন ভোটারদের, চাইছেন দোয়া। চলতি মাসের ৩১ ডিসেম্বর বিশ্বনাথ পুরানবাজার বণিক সমিতির মেয়াদ শেষ হবে। এরপর হবে বণিক সমিতির নির্বাচন। নির্বাচন আসায় ব্যবসায়ীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
নির্বাচনে এবছর তরুণ ব্যবসায়ীর সংখ্যা বেশী। সভাপতি, সম্পাদক পদসহ সব পদেই আছেন তারা। তফসিল ঘোষনার আগেই তাদের প্রচার-প্রচারণা লক্ষ করা যাচ্ছে। এ পর্যন্ত সম্ভাব্য পদে যারা নির্বাচনে লড়বেন তারা হলেন সভাপতি পদে বর্তমান কমিটির সভাপতি মো. আরশ আলী, সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন, সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. মফিক মিয়া, সহ-সভাপতি পদে মো. আব্দুর রুপ, সাধারণ সম্পাদক পদে জয়নাল আবেদীন, আল-জয়নাল, নূরুল মিয়া, হাবিবুর রহমান হাবিব, সহ-সাধারণ সম্পাদক পদে মুক্তার মিয়া, শিপলু মিয়া, সাইফুর রহমান ও সমাজকল্যান সম্পাদক পদে ফখরউদ্দিন এর নাম শুনা যাচ্ছে।