নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিষ্টের বদলী ঠেকাতে বিভিন্ন মহলে দৌড় ঝাপ শুরু
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সের মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব ইনর্চাজ) বাহুবলে বদলী করার খবর শোনে টেকনোলজিষ্ট বেনু ভুষন দাশ বদলী ঠেকাতে বিভিন্ন মহলে দৌড় ঝাপ শুরু করেছে। সরকারী চাকুরীর পাশাপাশি বেনু ভুষন দাশ নবীগঞ্জ শহরের প্রাইভেট ডায়গনষ্টিত সেন্টারের সাথে জড়িত থাকার সুবাদে রোগীদের বিভিন্ন পরীক্ষার অধিকাংশ কাজ হাসপাতালে না করে হাসপাতাল সংলগ্ন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে করার পরামশ দেন। ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের কাছ থেকে কমিশন নিয়ে কারণে অকারণে আগত রোগীদের দেয়া হচ্ছে একাধিক টেস্টের পরামর্শ দেয় বলেও তার বিরুদ্বে রয়েছে অভিযোগ । এসব বিভিন্ন কারণে তাকে বদলী করা হয়েছে এই বদলীর খবর পেয়ে যে কোন মূল্যে তার বদলী ঠেকাতে রাজনৈতিক মহল, উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ব্যক্তি ও মহলে দৌড়-ঝাপ চালিয়ে যাচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
সুত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার সরকারী চিকিৎসা সেবা প্রতিষ্টান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এখানে দীর্ঘদিন যাবৎ প্রয়োজনীয় লোকবলের অভাবের পাশাপাশি ঔষধ ও যন্ত্রপাতির অভাবে এমনিতেই চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপেক্সের মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব) পদ রয়েছে ২ টি। তার মধ্যে কর্মরত রয়েছেন বেনু ভুষন দাশ নামের ইনর্চাজ ১ জন। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সের এক্স্ররে মেশিন নষ্ট এবং টেষ্টের জন্য অন্যান্য যন্ত্রপাতিও বিকল থাকায় মেডিকেল টেকনোলজিক্যাল তেমন কোন কাজ না থাকায় বেনু ভুষন দাশ শহরের হেলথ কেয়ার ডায়গনষ্টিক সেন্টারে বেতনে চাকুরী করে আসছে। সরকারী বিধিমালায় চাকুরী বদলী যোগ্য বলে তাকে বাহুবল বদলী করার সিদ্ধান্ত নেওয়ার খবর শোনেই বহাল তবিয়তে থাকার জন্য বেনু ভুষন দাশ রাজনৈতিক নেতাসহ বিভিন্ন জায়গায় তদবির শুরু করেছেন। যেন নবীগঞ্জে না থাকলেই নয়। বদলী হলে যদিও সরকারী নিয়ম মোতাবেক পদে অন্য আরেকজনকে নিয়োজিত করা হবে। কিন্ত বদলীর খবর শোনে অর্ডার হওয়ার আগেই তা ঠেকাতে দৌড়-ঝাপ শুরু করা হয়েছে। কারন নবীগঞ্জ থেকে সেখানে বদলী হলে ডায়গনষ্টিক সেন্টারের যে আর্থিক সুবিধাটা পাওয়া যাবে না।