তরুণ প্রজন্মারা আগামী দিনের চালিকা শক্তি
লালালারগাঁও নয়াপাড়া যুব সংঘ কর্তৃক আয়োজিত শীতকালিন ব্যাডমিন্ট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ ওনুষ্টানে আলহাজ্ব আশফাক আহমদ
লালারগাঁও নয়াপাড়া যুব সংঘ এর উদ্যোগে শীতকালিন ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল সন্ধ্যায় লালারগাঁও (নয়াপাড়া সংলগ্ন মাঠে) অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেন, তরুণ প্রজন্মারা আগামী দিনের চালিকা শক্তি। শারীরিক ও মানসিক বিকাশে তরুণ প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা করা প্রয়োজন। খেলাধুলা যুব সমাজকে অপরাধের পথ থেকে দূরে সরিয়ে রাখে। এতে করে খুব দ্রুত সুস্থ সমাজ বির্ণিমান সম্ভব।
৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার পদপ্রার্থী সিদ্দিকুর রহমান সায়েমের সভাপতিত্বে বিশিষ্ট ব্যবাসয়ী ও ক্রীড়া সংগঠক মোঃ সাইদুর রহমান সাঈদের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম মামুন, সিলেট ব্যাডমিন্টন এসোসিয়েশন এর ডিভিশনাল কোচ মঞ্জুর আলম মামুন, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হামিদ, হাজী আছন মিয়া, আঙ্গুর আলম, দিলোয়ার আলম, আম্বরখানা বাজার ব্যবাসায়ী কমিটির সদস্য জুনেদ আহমদ, আব্দুস সালাম, আবুল লেইছ, হাজী আব্দুল খালিক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোস্তাক আহমদ, ৪নং ওয়াডের মেম্বার পদপ্রার্থী সামস্ উদ্দিন সদা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লামাকাজীর বিশিষ্ট ব্যবসায়ী আতাউর রহমান, জয়নাল আহমদ, জয়নাল আহমদ, জয়নাল আবেদিন জয়, এমরান আহমদ, খায়রুল আলম, লায়েছ আহমদ জাকারিয়া, কামরান আহমদ, হেলাল আহমদ, রুমেল আহমদ, পারভেজ আহমদ, কামরান আহমদ, মিছবাহ, কামরান আহমদ, কামরুল, রুমান, রায়হান প্রমুখ।
ফাইনাল খেলায় ইমরান জোটি বিশ্বনাথ কে হারিয়ে মাসুম জোটি সদর চ্যাম্পিয়ান হিসাবে অর্জন করে। পরে ১ম পুরস্কার হিসাবে ১৪ইঞ্চি কালার টেলিভিশন, দাতা বিশিষ্ট ড্রেজার ব্যবসায়ী ছালিক আহমদ, ২য় পুরস্কার ২টি মোবাইল সেট দাতা সামস্ উদ্দিন সদা, ৩য় পুরস্কার ২৪ ইঞ্চি ২টি ট্রফি দাতা ফারুক আহমদ ড্রেজার ব্যবসায়ী ও উদ্বোধনী ও ফাইনাল খেলায় ম্যান অবদা ম্যাচ দাতা জুনেদ এন্টারপ্রাইজ।