গোয়ালাবাজারে সড়ক নিরাপত্তা সচেতনতা ক্যাম্পেইন
বালাগঞ্জ প্রতিনিধিঃ বালাগঞ্জের গোয়ালাবাজারে সড়ক দূর্ঘটনারোধে চালকদের নিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ক ক্যাম্পেইন করা হয়েছে। ‘চলার পথে বন্ধু তুমি, তোমার কথা শুনব আমি’ এই স্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার দুপুরে গোয়ালাবাজারে বাস-ট্রাক-কার মালিক গ্র“পের উদ্যোগে এবং ব্রাকের অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ প্রোগ্রামের সহযোগীতায় ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়। এতে সচেতনতা মূলক বক্তব্য উপস্থাপন করেন, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার রওশনুজ্জামান সিদ্দিকী, সিলেট-মৌলভীবাজার বাস-মিনিবাস মালিক গ্র“পের সহসভাপতি আবদুল মতিন চৌধুরী, বালাগঞ্জ-ওসমানীনগর সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি শাহনুরুর রহমান শানুর, গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মানিক, ওসমানীনগর থানার ওসি মোস্তাফিজুর রহমান, সাংবাদিক আনোয়ার হোসেন আনা, এসএম হেলাল, অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ প্রোগ্রাম কর্মকর্তা মশিউর রহমান, জিএম সুমন, মতিউর রহমান, কল্যাণব্রত চাকলাদার প্রমূখ।
অনুষ্ঠানে সড়ক দূর্ঘটনা রোধে গণসচেতনতামূলক একটি গণ নাটকও পরিবেশন করা হয়। এছাড়া দক্ষ চালক হিসেবে হান্নান মিয়া, আবদুল হাকিম, সেলিম আহমদ, বাবরু মিয়া ও অসুক দেবকে পুরস্কৃত করা হয়।