জকিগঞ্জের খলাছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন সম্পন্ন : পৌর ওয়ার্ড কমিটি গঠন
জকিগঞ্জ প্রতিনিধিঃ জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বাষিক সম্মেলন গতকাল বুধবার সম্পন্ন হয়েছে। সন্ধ্যা ৬ টায় ঈদগাহ বাজারে উপজেলা আওয়ামীলীগ আহবায়ক আলহাজ্ব আহবায়ক লোকমান উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য-সচিব মোস্তাকিম হায়দরের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে সকল কাউন্সিলরের মতামতের ভিত্তিতে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল গফুরকে সভাপতি, শফাত আলী, মিহির বিশ্বাসকে সহ-সভাপতি, ইউপি চেয়ারম্যান কবির আহমদকে সাধারন সম্পাদক ও ইউপি সদস্য শফিকুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৬৩ সদস্য বিশিষ্ট খলাছড়া ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি ঘোষনা করা হয়।
এদিকে ইউপি বিকেল ৩ টায় আওয়ামীলীগের সম্মেলন উপলক্ষে ঈদগাহ বাজারে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান কবির আহমদের পরিচালনায় সভা অনুষ্টিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ আহবায়ক আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম আলী হায়দর। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী একল, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, এম এ জি বাবর, সিরাজ উদ্দিন, আব্দুল আহাদ, নাছিম আহমদ, অরবিন্দু বর্ম্মন, ইউপি চেয়ারম্যান আবু জাফার মোঃ রায়হান, উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার খলিল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সদস্য মোস্তফা আহমদ, আব্দুল হাই, পৌর কাউন্সিলর ময়নুল হক রাজু, ইউপি সদস্য ইউনুছ আলী, জামাল আহমদ, সদস্য আব্দুছ ছাত্তার, আব্দুল হালিম, জুলকর্নাইন, রেয়াজুল হক রানু, আব্দুর রাজ্জাক রিয়াজ, বেলাল উদ্দিন, আব্দুল্লাহ কাপ্পু, আলী আহমদ, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক শহীদ আহমদ, খলাছড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি শফিউল আলম মুন্না, সাধারন সম্পাদক আব্দুশ শহীদ প্রমূখ।
জকিগঞ্জে আওয়ামীলীগের পৌর ওয়ার্ড কমিটি গঠন
জকিগঞ্জে পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি গতকাল গঠন করা হয়েছে। পৌর আওয়ামীলীগ সভাপতি শামসুদ্দীনের সভাপতিত্বে ছাত্রলীগ নেতা শাহাব উদ্দিন শাকিলের পরিচালনায় সম্মেলনে প্রধান অথিতি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সিরাজ উদ্দিন, নাসিম আহমদ ও মুক্তিযোদ্ধা কমান্ডার খলিল উদ্দিন। সম্মেলনে মুহিবুর রহমানকে সভাপতি, আব্দুল মতিনকে সহসভাপতি, কামাল আহমদকে সাধারণ সম্পাদক, ইসমাইল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্যের কমিটি গঠন করা হয়।