দৈনিক মানবকন্ঠের নবীগঞ্জ প্রতিনিধি মুহিবুরকে হত্যার হুমকী, থানায় জিডি
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ ॥ নবীগঞ্জে দিনে দুপুরে সাংবাদিককে তোলে নেওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে দুর্বৃত্তদের। গতকাল বৃহস্পতিবার বেলা সোয়া ১ টায় দৈনিক মানবকন্ঠ পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি মোঃ মুহিবুর রহমান ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের নির্বাচনী সংবাদ সংগ্রহ করে ফেরার পথে দিঘিরপাড় কবরস্থান নামক স্থানে পৌঁছলে এক দল দুর্বৃত্ত তাকে জোর পূর্বক একটি মোটর সাইকেলে তোলা নেওয়ার চেষ্টা করে। এসময় সাংবাদিক মুহিবুরের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে এলাকার লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ব্যপারে মুহিবুর রহমান নবীগঞ্জ থানায় গতকাল বৃহস্পতিবার একটি সাধারণ ডায়রী নং ৪৯ দায়ের করেছেন।
জানাযায়, দৈনিক মানবকন্ঠ পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি ও ইনাতগঞ্জ ইউপির বানিউন গ্রামের মোঃ আরফিক উল্লার ছেলে মোঃ মুহিবুর রহমান “সম্প্রতি ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়টিকে দুর্নীতিবাজদের হাত থেকে বাঁচানোর জন্য তিনি আশাবাদ ব্যক্ত করে সচেতন ইনাতগঞ্জবাসীর প্রতি আহ্বান জানান”। ষ্ট্যাটাস টি পড়ে ক্ষুব্ধ হন উক্ত হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শকদিল হোসেন। গতকাল বৃহস্পতিবার বেলা সোয়া ১টার দিকে মোঃ মুহিবুর রহমান ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের নির্বাচনী সংবাদ সংগ্রহ করে ফেরার পথে দিঘিরপাড় কবরস্থান নামক স্থানে পৌঁছলে উক্ত শকদিল হোসেন তাকে জোর পূর্বক একটি মোটর সাইকেলে তোলে নেওয়ার চেষ্টা করে। এ সময় উভয়ের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে স্থানীয় লোকদের সহযোগিতায় সাংবাদিক মহিবুর রহমান রক্ষা পান। তবে এ সময় প্রভাবশালী এবং দু’টি হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী(বর্তমানে হাইকোর্ট থেকে জামিন প্রাপ্ত) শকদিল হোসেন মহিবুর রহমানকে প্রাণে হত্যার হুমকী দিয়ে চলে যায়। ফলে সাংবাদিক মহিবুর রহমান ও তার পরিবার’র লোকদের নিরাপত্তা চেয়ে নবীগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেছেন। হত্যার হুমকীর পর থেকে সাংবাদিক মহিবুর ও তার পরিবার চরম আতংকের মাঝে দিনাতিপাত করছেন।