হোসেন শহীদ সোহরাওয়ার্দী পদক পেলেন জালালপুর ইউপি চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন

U.P Chairman Sulaiman Photo 30-11-14ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস এর উদ্যোগে সংবিধান দিবস উপলে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান গত ২৯ নভেম্বর শনি বার রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি খাদেমূল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য খোরশেদ আরা হক, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রোকন উদ-দৌলা, নদী বিজ্ঞানী এমদাদুল হক ও জাতীয় জাদুঘরের সাবেক পরিচালক শেখ আকরাম আলী।
অনুষ্ঠানে সিলেট বিভাগের শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হিসেবে দণি সুরমা উপজেলার ৭ নং জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেনকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী সম্মাননা পদক-২০১৪ প্রদান করা হয়। এছাড়া দেশের বিভিন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদের প্রায় ১৫ জন জনপ্রতিনিধিকে এ পদক প্রদান করা হয়। মাওলানা সুলাইমান হোসেন ২০০৩ সালের ৮ মার্চ ইউপি নির্বাচনে প্রথমবারের মত জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০১১ সালের ২ জুলাই অনুষ্ঠিত ইউপি নির্বাচনে দ্বিতীয়বারের মত বিপুল ভোটে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। এর পূর্বে তিনি সরকারীভাবে দণি সুরমা উপজেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। বিজ্ঞপ্তি