ছাতকে এডভোকেট আমিরুল আর নেই, আজ জানাজা
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতক উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক, কালারুকা ইউনিয়নের রায়সন্তোষপুর গ্রামের মৃত আকলু মিয়ার পুত্র এডভোকেট আমিরুল ইসলাম বুধবার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন। ইন্না–রাজিউন। মৃত্যকালে তার বয়স হয়েছিল (৩৫) বছর। তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সিলেট জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ শুক্রবার দুপুর আড়াইটায় রায়সন্তোষপুর গ্রামে জানাজা নামায অনুষ্ঠিত হবে। এদিকে তরুন আইনজীবি আমিরুল ইসলামের অকাল মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ, পৌর বিএনপির আহবায়ক সৈয়দ তিতুমীর, বীরমুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, ২০দলীয় জোটের সুনামগঞ্জ জেলার যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বকুল, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাওছার আল মামুন, ছাত্র বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সুহেল।