জকিগঞ্জে আদালত প্রাঙ্গনে বিদ্যুৎপৃষ্ট হয়ে একজন গুরুত্বর আহত
জকিগঞ্জ প্রতিনিধি: জকিগঞ্জ আদালত প্রাঙ্গনে বিদ্যুৎপৃষ্ট হয়ে আখতার হোসেন (৩৫) নামের এক যুবক গুরুত্বর আহত হয়েছেন। আহত যুবক উপজেলার মানিকপুর ইউনিয়নের সোনারচক গ্রামের কুতুব আলীর পূত্র। গতকাল মঙ্গলবার সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে হাজিরা দিতে আসামীদের গাড়ীযোগে জকিগঞ্জ জুডিসিয়াল ম্যজিষ্টেট আদালতে হাজির করেন। আসামীদের গাড়ী থেকে নামিয়ে হেলপার আকতার গাড়ীর ছাদে উঠলে ঝুলন্ত বিদ্যুতের লাইনে জড়িয়ে গুরুতর আহত হয়। তাৎক্ষনিক আদালতের বিচারক মো. আকবর হোসেন এজলাস ছেড়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে জকিগঞ্জ সরকারী হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে সিলেট এমএজি ওসমানি হাসপাতালে প্রেরন করেন।