আপিল খারিজ, দুর্নীতির মামলা চলতে বাধা নেই
সুরমা টাইমস ডেস্কঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা দুইটি লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আদালত।এর ফলে নিম্ন আদালতে সাবেক এই প্রধানমন্ত্রীর বিচার চলতে আর কোনো বাধা নেই।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ সোমবার এই আদেশ দেয়। হাই কোর্টের আদেশ দুটির বিরুদ্ধে আপিলের আবেদন নিয়েই আপিল বিভাগের গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন।
এছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট নিয়েও তার একটি আপিলের আবেদন আপিল বিভাগের শুনানি পর্যায়ে রয়েছে।
এ মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদার আবেদন গত ২৩ এপ্রিল খারিজ করেছিল হাইকোর্ট। তার বিরুদ্ধেই এই আপিলের আবেদন করা হয়।
দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সোয়া পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে। এ দুটি মামলা বর্তমানে ঢাকার তৃতীয় বিশেষ জজ বাসুদেব রায়ের আদালতে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। সোমবার ওই আদালতে বাদীর জবানবন্দি শোনার তারিখ রয়েছে।