জকিগঞ্জে সমাপনী পরীক্ষায় প্রথম দিনেই অনুপস্থিত ৩শ ৫৯ জন পরীক্ষার্থী
জকিগঞ্জ প্রতিনিধিঃ জকিগঞ্জে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় গতকাল প্রথম প্রথম দিনে ৩শ ৫৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। জকিগঞ্জর বিভিন্ন স্কুল থেকে এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট ১৩টি কেন্দ্রে ৫ হাজার ৭শ ৪জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়ার কথা থাকলেও প্রথম দিনে উপস্থিত ছিলেন ৫ হাজার ৪শ ৪৫ জন। অনুপস্থিত ছিলেন ২শ ৫৯ জন। এছাড়া ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ২টি কেন্দ্রে ৮শ ৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়ার কথা থাকলেও প্রথম দিনে উপস্থিত ছিলেন ৭শ ৪২ জন। অনুপস্থিত ছিলেন ১শ জন। সকাল ১১টা থেকে শুরু হওয়া এই পরীক্ষা শেষ হয় বেলা ১টা ৩০ মিনিটে। উপজেলার ১৫টি কেন্দ্রে অত্যান্ত শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম খান জানিয়েছেন।
এদিকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পরিদর্শনে আটগ্রাম লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজ কেন্দ্রে যান কাজলসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম.এ.রশীদ বাহাদুর, সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদের প্রধান সম্পাদক রহমত আলী হেলালী, সামাজসেবী জুলকারনাইন লস্কর, ইউপি সদস্য রাতুল বিশ্বাস প্রমূখ। এ সময় সেখানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুজ্জামান ও লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাজেদ আহমদ চঞ্চলসহ পরীক্ষার দায়িত্বে থাকা শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।