জকিগঞ্জে ব্রি ধান ৫২ জাতের মাঠ প্রদর্শনী অনুষ্ঠিত

zakigonj pic 20.11.14জকিগঞ্জ প্রতিনিধি: চাষী পর্যায়ে আধুনিক জাতের ধান,গম ও পাট বীজ উৎপাদন সম্প্রসারণ কর্মসূচির আওতায় রোপা আমন ব্রি ধান ৫২ জাতের এর মাঠ প্রদর্শনী স্থাপন করা হয়েছে। জকিগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ৩০ টি প্রদর্শনী স্থাপন করা হয়েছে বলে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাজলসার ইউনিয়নের রায়গ্রামের কৃষক জয়নাল আবেদীনের জমিতে আনুষ্ঠানিক ভাবে মাঠ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উক্ত মাঠ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদের প্রধান সম্পাদক রহমত আলী হেলালী, উপজেলা উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার তানজিলুর রহমান, জকিগঞ্জ পৌরসভা উপ-সহকারী মোঃ নজরুল ইসলাম, মানিকপুর ইউপি উপ-সহকারী আব্দুর রাজ্জাক ও কাজলসার ইউপি উপ-সহকারী এ.আই.এম. সিরাজুল ইসলাম, সমাজসেবী জুলকারনাইন লস্কর ও সংবাদকর্মী মেহদী হেলাল প্রমুখ। এছাড়া স্থানীয় বিপূল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।