ইতালির রোমে কৃষি মন্ত্রী ও খাদ্য মন্ত্রী কে সংবর্ধনা দিয়েছে ইতালি আওয়ামিলীগ
নাজমুল হোসেন,ইতালি থেকে: ইতালির রোমে বাংলাদেশ থেকে বিশ্ব খাদ্য ও পুষ্টি সম্মেলনে আসা কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী ও খাদ্য মন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম কে সংবর্ধনা দিয়েছে ইতালি আওয়ামিলীগ। স্থানীয় একটি হলরুমে ইতালি আওয়ামীলীগের সভাপতি হাজী ইদ্রিস ফরাজীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথির বক্তব্যে
কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন তারেক রহমান বিদেশে বসে দেশের বিরুধে দেশের মানুষের বিরুধে ষড়যন্ত্র করে কখন পারও পাবেনা । তার যদি রাজনীতি করার সাহস থাকে তবে দেশে এসে রাজনীতি করতে বলেন , আর নিজের পাপের ফল ভোক করতে হবে বলে তিনি হুসিয়ার করে বলেন বলেন খাম্বা চোরা , লুটতরাজ করে বিদেশে অর্থ পাচারকরে নিজের আঁখের গুছিয়েছেন আর লন্ডনে বসে শেখ হাসিনার বিরুধে মিথ্যা প্রচার করেন । আওয়ামীলীগ কোন ষড়যন্ত্রের ভয় করে না । আওয়ামীলীগের জন্ম হয়েছিল দেশকে রখা করতে তাই দেশর স্বার্থে কি করে ষড়যন্ত্র মোলাবেলা করতে হয় আওয়ামীলীগ তা জানে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ ২১সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করবে । বাংলাদেশ কৃষি নির্ভর দেশ বর্তমান শেখ হাসিনার নেতৃত্বের দক্ষ সরকারের জন্য খাদ্য কৃষি ও অর্থনীতিতে আজ দেশ পরিপূর্ণ ।
তিনি শিক্ষা খ্যাতের উন্মনের কথা তুলে বলেন আমার সরকার প্রথম থেকে ১০ম শ্রেণী পর্যন্ত বিনা মূল্যে বই দিয়ে জাতিকে শিক্ষার আলোয় গড়ে তোলতে ১ জানুয়ারির মধ্যেই দেশের প্রতিটি অঞ্চলে প্রতিটি শিক্ষার্থীর হাতে তূলে দেয়া হয় । তাই সকলে আমাদের সাথে থেকে ক্ষুধা ও দারিদ্য মুক্ত দেশ গড়তে জননেত্রী শেখা হাসিনা কে সহযোগিতা করবেন । তিনি জাতির জনক বঙ্গবন্ধু প্রসঙ্গে বলেন জাতির জনক বলতেন আমার বাংলার মানুষ যেন দুবেলা দুমুঠো খেতে পায় পরনে মোটা কাপড় পায় আর এক দিন আমার বাংলাদেশ সোনার বাংলার পরিনত হবে আমার আওয়ামীলীগ সরকার জাতির জনকের সপ্ন বাস্তবায়নে নিরলস কাজ করে জাচ্ছি । আমাদের সরকার আপনাদের সাথে নিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো ইতালি আওয়ামীলীগের সংবর্ধনায় তিনি এসব কথা বলেন ।
সংবর্ধিত খাদ্য মন্ত্রী এডভোকেট কামরুল ইসলামি বলেন সকল যুদ্ধ অপরাধীদের বিচার চলেছে আর তা বাংলার মাটিতে সম্পূর্ণ হবে বলেন আশ্বাস দেন ও কৃষি ও খদ্যে স্বয়ংসম্পূর্ণতার কথা তুলে ধরে বলেন এখন আর সারের জন্য কৃষকদের প্রান দিতে হয় না , আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে দেশের বাহীরেও খাদ্য রপ্তানি করতে সক্ষম হয়েছি । এখন বাংলার কোথায় মঙ্গা হয় না। সবাই দু বেলা দোমূঠো খেতে পারে । সব কিছু গরীব ও সাধারন মানুষের ক্রয় ক্ষমতার বিতরে ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইতালী আওয়ামীলীগের সহ সভাপতি হাবিব চৌধুরী ,জাহাঙ্গীর ফরাজী ,যুগ্ন সাধারন সম্পাদক আতিয়ার রসুল কিটন সিকদার ,এম এ রব মিন্টু, গন সংবর্ধনায় ইতালী আওয়ামিলিগ সহ ইতালী যুবলীগ ,স্বেচ্ছাসেবক লীগ , শ্রমিক লীগ , মহিলা লীগ ,ও প্রমুখ ।এতে,বেলজিয়াম , হল্যান্ড,স্পেন সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা আওয়ামীলীগ নেতারা উপস্থিত ছিলেন ।