আলীনগর ইউনিয়ন বিএনপির সম্মেলনে সভাপতি জিয়াউল, সুয়েব সাধারণ সম্পাদক
বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে টিকরপাড়া বাজারে এ সম্মেলন অনুষ্টিত হয়। আলীনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহজাহান হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং সৈয়দ মোয়াজ্জিম হোসেন ও নওয়াজিশ চৌধুরী শাকি এর যৌথ পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক।
প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিসবাহুল কাদির ফাহিম। উদ্বোধকের বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির আহবায়ক জিয়াউল বারী চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ফয়সল আহমদ চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হাসান শাহীন, আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন। গোলাপগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া শাহিন।
বিয়ানীবাজার উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল হোসেন, নজমুল হোসেন পুতুল, এম.এ ওদুদ রুকন, আখতার হোসেন খান জাহেদ, নজরুল খান, সিদ্দিক আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আলী নগর ইউনিয়ন বিএনপি নেতা সোয়েব উদ্দিন খানঁ, শামিম আহমদ, শাহাব উদ্দিন,মাসুদ রানা সোহেল, মাহতাব উদ্দিন, মনির আহমদ, করিম আহমদ, ছালিক আহমদ, মামুন আহমদ, বাবুল আহমদ, দুদু মিয়া, লাইজ উদ্দিন, শাহিদ মিয়া, আলী নগর ইউনিয়ন যুবদলের সভাপতি লিটন চৌধুরী,সাধারণ সম্পাদক রুহুল আমিন রিপন, যুবদল নেতা ফরহাদ আহমদ, জুনেদ আহমদ। উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রজরুল ইসলাম।
উপজেলা ছাত্রদল নেতা এবাদুর রহমান চৌধুরী, ইউনিয়ন ছাত্রদল নেতা জাকারিয়া,পলু, জাকির, এবাদ, বিলাল, জামিল,আনোয়ার,রেজা, ছিদ্দক,কবির প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় পর্বে চারখাই ইউনিয়ন বিএনপির কার্যনির্বাহী কমিটি ঘোষনা করা হয়। সম্মেলনের মাধ্যমে গঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন সভাপতি জিয়াউল বারী চৌধুরী, সাধারণ সম্পাদক সুহেব উদ্দিন খানঁ সাংগঠনিক সম্পাদক মামুন আহমদ। বিজ্ঞপ্তি