শিশু একাডেমী নবান্ন উৎসব প্রতিযোগিতায় মুক্তাক্ষরের অংশগ্রহণ
নবান্ন মানেই বাঙালি জীবন বোধে ক্লান্তি শেষে আনন্দের আয়োজন। আবহমান বাংলার প্রকৃত বাঙালি রুপ। এই নবান্ন উৎসব ঘিরে গত ১৫ নভেম্বর ১ অগ্রহায়ন সিলেট রিকাবী বাজার বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত একাডেমী স্থলে নবান্ন উৎসব উপলক্ষে প্রতিযোগিতার আয়োজন করে।
বেলা ১০টা থেকে শুরু হয় শিশুদের নিয়ে প্রতিযোগিতা। প্রতিযোগিতায় মুক্তাক্ষরের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। নবান্ন উৎসবে প্রতিযোগিতার বিষয় ছিল যেমন খুশি তেমন সাজ ক বিভাগ শিশু শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি খ বিভাগ ৪র্থ থেকে ৭ম শ্রেণি ও ক্রীড়া প্রতিযোগিতা হাঁড়ি ভাঙা কন্যা শিশুদের ৬ষ্ট থেকে ১০ম শ্রেণি। মোরগ লড়াই ও ঘুড়ি বানানো। মুক্তাক্ষরের শিক্ষার্থী হাঁড়ি ভাঙায় প্রিয়াশ্রী কর পিউ ২য় ও সানজিদা আক্তার রিয়া ৩য় স্থান অর্জন করে। মোরগ লড়াই ও ঘুড়ি বানানো প্রতিযোগিতায় মুক্তাক্ষরের আল রাব্বি সজিব প্রথম স্থান অর্জন করে। বেলা ১২ টায় জেলা সংগঠক সাইদুর রহমান ভূঞা বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন এবং উপস্থিত প্রতিযোগি ও অভিভাবকদের মাঝে গ্রাম বাংলার ঐতিহ্য খাবার খই, তিলু, গজা ও বাতাসা বিতরণ করা হলে সবাই হাসি আনন্দ ভরে সাদরে গ্রহণ করে। বিজ্ঞপ্তি