ম্যানেজার হিসাবে যোগদান : পূবালী ব্যাংক কর্মকর্তা মাকসুদা বেগমের সম্বর্ধনা
পূবালী ব্যাংক লিমিটেড সিলেট স্টেডিয়াম শাখার কর্মকর্তা মিসেস মাকসুদা বেগমকে ব্যাংকের শাহী ইদগা শাখার ব্যবস্থাপক হিসাবে পদায়ন করা হয়েছে। এ উপলক্ষে গত ১৩ নভেম্বর বৃহস্পতিবার স্টেডিয়াম শাখায় তাঁর সম্মানে এক সম্বর্ধনার আয়োজন করা হয়। শাখা ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসানের সভাপতিত্বে অনুষ্টিত এই অনুষ্টানে বক্তৃতাকালে নবনিযুক্ত শাখা ব্যবস্থাপক মাকসুদা বেগম বলেন, ব্যাংক কর্মকর্তাদের সব সময়ই অধিক দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। কেননা ব্যাংকারদের প্রতি গ্রাহকদের যে আস্থা ও বিশ্বাস রয়েছে তা ধরে রাখার দায়িত্ব আমাদেরই। তিনি এই দায়িত্ব পালনে সহকর্মীসহ সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্টানে আরো বক্তব্য রাখেন, পূবালী ব্যাংক পাঠানটুলা শাখার ব্যবস্থাপক জামিলুর রহমান, গোবিন্দগঞ্জ শাখার ব্যবস্থাপক সমিরণ কুমার নাথ, স্টেডিয়াম শাখার ডেপুটি ম্যানেজার অরবিন্দ কুমার দাশ, কর্মকর্তা ইদ্রিস আলী, রাজিয়া সুলতানা চৌধুরী, কাজী মাহবুবা, রাজু আহমেদ, হারুনুর রশীদ, আদনান মাহমুদ চৌধুরী, মাসুদা আক্তার, এমদাদুর রহমান, আছিয়া আক্তার, উম্মে ফাতেহা রিমি, তুলি চক্রবর্তী ও আসাদ সোবহান প্রমূখ। পরে সম্বর্ধিত অতিথি মাকসুদা বেগমের হাতে ক্রেস্ট তুলে দেন সকল সহকর্মীবৃন্দ। বিজ্ঞপ্তি

