বিএনপি ‘রাজাকারের দল’ : জয়
সুরমা টাইমস ডেস্কঃ বিএনপিকে ‘সত্যিকারের রাজাকারের দল’ বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্য উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রাজাকারদের দেশে ফিরিয়ে এনেছেন বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর রেডিসন হোটেলে ‘মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি বলেন, ‘বিএনপিই হচ্ছে সত্যিকারের রাজাকারের দল। বিএনপি যদি প্রমাণ করতে চায় তারা রাজাকারের দল নয়, তাহলে জামায়াতের সঙ্গে জোট ভেঙে আসুক।’
তিনি বলেন, ‘বিএনপি একটি বিষয় অস্বীকার করতে পারবে না- সেটা হলো এ দেশে কারা রাজাকারদের ফিরিয়ে এনেছে। জিয়াউর রহমান রাজাকারদের বাংলাদেশে ফিরিয়ে এনেছে। এটা তারা অস্বীকার করতে পারবে না।’
‘পাকিস্তানপন্থিদের জন্য যুদ্ধপরাধীদের বিচার করতে দেরি হয়েছে’ উল্লেখ করে জয় বলেন, ‘পাকিস্তানপন্থিদের জন্য ৪৩ বছর লেগেছে যুদ্ধপরাধীদের বিচার করতে। পঁচাত্তরের পর থেকে তাদের ষড়যন্ত্রের কারণে যুদ্ধাপরাধীদের বিচারকাজে দেরি হয়েছে।’
‘পঁচাত্তরের পর দেশবিরোধী অপশক্তি ক্ষমতায় এসে দেশের প্রকৃত ইতিহাস বিকৃত করেছে। তারা পাগল না। তারা একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে ইতিহাস বিকৃত করছে। তাদের সর্ম্পকে আমাদের সচেতন হতে হবে। দেশবিরোধী অপশক্তিরা পাঠ্য বইয়েও মিথ্যা ইতিহাস দিয়েছে। যাতে মানুষ সত্য ইতিহাস ভুলে যায়।
সভায় সূচনা বক্তব্য রাখেন সুচিন্তা ফাউন্ডেশনের আহ্বায়ক মোহাম্মদ এ আরাফাত। সভায় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জামান আহমেদ, চিত্রশিল্পী হাসেম খান, ব্যারিষ্টার তুরিন আফরোজ প্রমুখ।