ট্রাফিক পুলিশদের হ্যাবিট খুব খারাপ

Muhitসুরমা টাইমস ডেস্কঃ দেশের রাস্তা যা আছে প্রয়োজন অনুযায়ী যথেষ্ট। তবে ট্রাফিক পুলিশদের হ্যাবিট খুব খারাপ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এসএমই অর্থায়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বাংলাদেশ ব্যাংক ও এসএমই ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি শুরু হয় সকাল ১০টায়। তবে অর্থমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত হন নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর। এ নিয়ে কেউ কিছু না বললেও অর্থমন্ত্রী বক্তব্যের এক পর্যায়ে তার দেরিতে আসার কারণ ব্যাখ্যা করেন।
অর্থমন্ত্রী বলেন, ট্রাফিক পুলিশদের ‘অদক্ষতার’ কারণেই রাজধানীতে তীব্র যানজট হচ্ছে। বহু খরচ করে রাস্তায় ট্রাফিক বাতি লাগানো হয়। অথচ এর কোনো কার্যকারিতা নেই। বাতির সিগন্যাল অনুযায়ী গাড়ি চলে না। মুহিত এ সময় সতর্ক করে দিয়ে বলেন, এই বাতি বন্ধ করা যাবে না। বরং এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।
তিনি আরো বলেন, ট্রাফিক পুলিশদের মধ্যে শৃঙ্খলা আনতে পারলে ৩০ মিনিটের রাস্তা পার হতে আর দেড় ঘণ্টা লাগবে না। তবে কোনো কারণে সেটা ৪৫ মিনিট লাগতে পারে।