শিশুরাই ডিজিটাল বাংলাদেশ গড়ার হাতিয়ার : এমপি সেলিম উদ্দিন
জকিগঞ্জ প্রতিনিধি: শুধু স্কুলে বাচ্চা পাঠিয়ে দিলেই অবিভাবকের দায়িত্ব শেষ নয়। অবিভাভককে বছরের প্রথম দিন থেকে বাচ্চার লেখা পড়ার খবরা খবর নিতে হবে। আজকের শিশুরাই বড় হয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করে বাংলাদেশের নাম বিশ্বের দরবারে তুলে ধরতে পারবে। সরকার বছরের প্রথম দিন শিশুদের হাতে বিনামূল্যে পাঠ্য বই তুলে দিচ্ছে। প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার যুগপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছে। কচি শিশুদের যতœ করে গড়ে তুলতে পারলে শিশুরাই একদিন ডিজিটাল বাংলাদেশ গড়তে সক্ষম হবে। গতকাল শনিবার জকিগঞ্জের সুলতানপুরের হাকিব আলী চৌধুরী প্রাথমিক বিদ্যালয় সকাল ১১ ঘটিকায় উদ্বোধনী অনুষ্টানে সিলেট ৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন এসব কথা বলেন। জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ আহবায়ক আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও হাফিজ মজুমদার শিক্ষা ট্রাষ্টের যুগ্ম সচিব শুভ্রকান্তি দাস চন্দনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা সিলেটের উপ পরিচালক তাহমিনা খাতুন, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, জকিগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর জাপার সভাপতি আব্দুল মালেক ফারুক, সিলেট জেলা জাতীয় পার্টির সহ সভাপতি আব্দুশ শহীদ লস্কর বশির, সাধারণ সম্পাদক সৈয়দ আবুল কাশেম মন্টু, অধ্যক্ষ আজির উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম আলী হায়দর, জেলা জাপার অর্থ ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন লস্কর, জেলা যুব সংহতির সদস্য সচিব মরতুজা আহমদ চৌধুরী, এডভোকেট আব্দুর রহিম, ইউপি চেয়ারম্যান কবির আহমদ, মহসিন মর্তুজা টিপু, সাবেক ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন, মনসুর আলম, মোস্তাক আহমদ মসনু প্রমূখ। বেলা সাড়ে ১২ টায় গণিপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজের খেলার মাঠের উদ্বোধন করেন ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। বিকাল ৩ টায় হানিগ্রাম রাস্তার উদ্বোধন করেন। বিকাল ৪ টায় মনসুর উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্টানিক উদ্বোধন করেন। বিকাল সাড়ে ৪ টায় তিরাশি ও চানগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় করেন। বিকেল সাড়ে ৫ টায় ইমদাদ মজুমদার বিদ্যানিকেতনের পূনঃনির্মান কাজ পরিদর্শন করে মুলিকান্দি আশ্রমে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় সংক্ষিপ্ত এক মতবিনিময় সভায় আলহাজ্ব লুকমান উদ্দিনের সভাপতিত্বে ও হাফিজ মজুমদার শিক্ষা ট্রাষ্টের যুগ্ম সচিব শুভ্রকান্তি দাস চন্দন ও শিক্ষক রফিক আহমদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি সেলিম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খলাছড়া ইউপি চেয়ারম্যান কবির আহমদ, প্রধান শিক্ষক অনুকুল চন্দ দাস। এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য উজ্জল বিশ্বাস, রাসবিহারী বিশ্বাস, হৃদয়রঞ্জন বিশ্বাস, মিহির চন্দ্র বিশ্বাস, সিতাংশু বিশ্বাস প্রমূখ।