বিশ্বনাথে ৫ম শ্রেণীর ছাত্রী পাশবিকতার শিকার
ছাতক প্রতিনিধিঃ বিশ্বনাথের লামাকাজি ইউনিয়নের মাধবপুর (বেজবাড়ি) গ্রামে ৫শ্রেণীর ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেছে এক পাষন্ড। সে গ্রামের সামছুন নূরের মেয়ে। শনিবার সন্ধ্যায় পার্শ্ববর্তী খালে জাল দিয়ে মাছ ধরতে থাকা পিতার জন্যে ভাত দিয়ে বাড়ি ফেরার পথে মাধবপুর বেজবাড়ি গ্রামের মৃত আমির আলীর পুত্র ছলো মিয়া (১৮) তাকে জোরপূর্বক ধর্ষণ করে। সে কে,আর মাধবপুর প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী। ঘটনার পর তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে ভর্তি করা হয়েছে। প্রধান শিক্ষিকা নাহিদা জাহান বলেন, তাকে নিয়ে সমাপনী পরীক্ষায় ভাল রেজাল্টের আশা করেছিলাম। সে অত্যন্ত মেধাবী ছাত্রী ছিল। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে।