হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ-জেলা সম্মেলন অনুষ্ঠিত
মৌলভীবাজার প্রতিনিধি: ধর্ম যার যার রাষ্ট্র সবার, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রীষ্টান- এক জাতি এক প্রান এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের এি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন সংগঠনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কৌসুলী এডভোকেট রানা দাশ গুপ্ত।
৮ নভেম্বর শনিবার দুপুরে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে সংগঠনের জেলা শাখার সভাপতি ফনিন্দ্র কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সহসভাপতি জয়ন্ত সেন দিপু, অসিত ভট্টাচার্য্য, কেন্দ্রীয় উপদেষ্ঠা পরিষদের সদস্য রনধীর কুমার দেব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক এড.তাপস পাল প্রমুখ ।
সম্মেলনে এডভোকেট মাখন লাল দাশকে সভাপতি ও এডভোকেট রাধাপদ দেব সজলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।