নবীগঞ্জের কাজীর বাজারে অগ্নিকান্ডে দোকান ঘর পুড়ে ছাই : ৩ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকে ঃ নবীগঞ্জ উপজেলার কাজীগঞ্জ বাজারে অগ্নিকান্ডে একটি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা যায়,ইনাতগঞ্জ ইউনিয়নের কুড়ের পাড় গ্রামের মিজানুর রহমান দীর্ঘ দিন যাবত কাজীগঞ্জ বাজারে ভুষিমালের দোকান দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন। গত বৃহস্পতিবার তিনি প্রতি দিনের মত রাত ১০ টার সময় দোকান বন্ধ করে বাড়ীতে চলে আসেন। রাত প্রায় ২ টার দিকে তার দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে তিনি ঘটনা স্থলে উপস্থিত হন। স্থানীয় লোকজন প্রাণপন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসলেও ততক্ষনে দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। কিভাবে অগ্নিকান্ড সংঘটিত হল কারন জানা যায়নি। ক্ষতিগ্রস্থ দোকান মালিক মিজানুর রহমান জানান,এই দোকানই ছিল তাদের জীবন নির্বাহের এক মাত্র অবলম্বন । অগ্নিকান্ডের ঘটনায় তিনি নিঃশ্ব হয়ে গেছেন। ক্ষতির পরিমান প্রায় ৩ লক্ষ টাকা বলে তিনি জানান।