জকিগঞ্জে জেলহত্যা দিবস পালিত
জকিগঞ্জ প্রতিনিধিঃ জেলহত্যা দিবস উপলক্ষে গতকাল সোমবার জকিগঞ্জ পৌরসভা আওয়ামীলীগ ও উপজেলা প্রজন্মলীগ পৃথক পৃথক আলোচনা সভা করেছে। জকিগঞ্জ পৌরসভা আওয়ামীলীগ বিকাল ৩ টায় জকিগঞ্জ ডাক বাংলোয় আলোচনা সভা করে। পৌরসভা আওয়ামীলীগ সভাপতি হাজী সামছ উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী খলিল উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাচিবিক দায়িত্ব প্রাপ্ত যুগ্ম আহবায়ক সাবেক ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম আলী হায়দার। বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা মোস্তফা কমান্ডার, মখলিছুর রহমান, তজমুল আলী, আব্দুল আহাদ, নাছিম আহমদ, খলিলুর রহমান, সফাত আলী, বেলাল আহমদ, ছমির উদ্দিন, ফারুক আহমদ প্রমূখ।
উপজেলা প্রজন্মলীগের উদ্দ্যেগে বিকেল ৪ টায় উপজেলা প্রজন্মলীগের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা প্রজন্মলীগ আহবায়ক ফয়েজ আহমদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মিছবাহ আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক রাসেল আহমদ, সদস্য আব্দুল মুকিত, জুনাইদ আহমদ জুনেদ, আব্দুল আহাদ, মোস্তফা আহমদ, ফয়ছল আহমদ, জীবান আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা তানজিম শাহারিয়ার শাওন, আব্দুর রহমান জীবন প্রমূখ।
উভয় আলোচনা সভায় বক্তারা জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনা করে বলেন, জেলহত্যায় জড়িত খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করতে হবে। সব রাজাকারদের রায় দ্রুত কার্যকর করে জাতিকে কলংকমুক্ত করার আহবান জানান।