জকিগঞ্জে সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নিলেন এসআই হুমায়ন
জকিগঞ্জ প্রতিনিধি: কুখ্যাত ফেন্সিডিল ব্যবসায়ী আব্দুল ওহিদ ওরফে ল্যংড়া ওহিদকে সাথে নিয়ে জকিগঞ্জ থানার এসআই হুমায়ন আহমদ রাতের অন্ধকারে জকিগঞ্জের বাবুর বাজারে একান্তে বৈঠক করার সময় বিষয়টি বাবুর বাজার এলাকায় জানাজানি হলে লোকজন সেখানে জড়ো হতে শুরু করে। এসময় গঙ্গাজল সোনার গ্রামের খালেদ আহমদ সেখানে মোটর সাইকেল নিয়ে উপস্থিত হলে এসআই হুমায়ন আহমদ তার মটর সাইকেল আটক করে তার কাছে ৫ হাজার টাকা দাবী করেন। জকিগঞ্জ থানার এসআই হুমায়ন আহমদের উপর এসময় উপস্থিত লোকজন এসআই হুমায়ন আহমদের দিকে উত্তেজিত হলে দৈনিক সিলেট বাণীর জকিগঞ্জ প্রতিনিধি আল হাছিব তাপাদার এসআই হুমায়নকে ঘিরে সৃষ্ট হট্রগোলের ছবি তোলতে গেলে হুমায়ন তার ক্যামেরা ছিনিয়ে নিয়ে অশালীন আচরণ করেন। তাৎক্ষনিক বিষয়টি সাবেক ইউপি সদস্য আব্দুছ ছাত্তার বিষয়টি সমাধাণের চেষ্টা করেন। এ ব্যাপারে জকিগঞ্জ থানার ওসি জামশেদ আলম বলেন, অনুমতি ছাড়া সাংবাদিক পুলিশের ছবি তুলতে যাবে কেন। জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল খায়ের চৌধুরী বিষয়টি সিলেটের পুলিশ সুপার নূরে আলম মিনাকে অবহিত করলে তিনি বলেন পুলিশ কোন অবস্থাতেই সাংবাদিকের ক্যামেরা ছিনেয়ে নিতে পারেনা। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এঘটনায় তাৎক্ষনিক জকিগঞ্জের কর্মরত সাংবাদিকরা তীব্র নিন্দ জানিয়ে বলেন সাংবাদিকের ক্যামেরা ছিনতাই সংবাদপত্রের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করার শামিল। তাঁরা এসআই হুমায়নের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উধর্ধতন কতৃপক্ষের কাছে দাবী জানিয়ে নিন্দা জ্ঞাপনকারীরা হলেন জনকন্ঠ প্রতিনিধি আবুল খায়ের চৌধুরী, দৈনিক কালেরকন্ঠ প্রতিনিধি আল মামুন, সমকাল প্রতিনিধি শ্রীকান্ত পাল, আমারদেশ প্রতিনিধি এখলাছুর রহমান, মানবজমিন প্রতিনিধি রিপন আহমদ, যায়যায়দিন প্রতিনিধি কেএম মামুন, জকিগঞ্জ সংবাদের সম্পাদক রহমত আলী হেলালী, নির্বাহী সম্পাদক আহমেদুল হক চৌধুরী বেলাল প্রমূখ।