গুঞ্জন ও শঙ্কায় রুদ্ধশ্বাস ৯ ঘণ্টা : প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ
সুরমা টাইমস ডেস্কঃ টানা নয় ঘণ্টা পর রাত সাড়ে ৮টার দিকে বিদ্যুতের দেখা পেয়েছে রাজধানী ঢাকা। বেলা সাড়ে ১১টার পর থেকে রাজধানীতে বিদ্যুৎ ছিল না। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। বিশেষ করে সন্ধ্যার পর পুরো রাজধানী জুড়ে ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়। জনমনে তৈরি হয় আতঙ্ক। ঘরমুখী মানুষজন ছিনতাইয়ের ভয়ে ভীত হয়ে পড়েন।
যারা বাসায় ছিলেন, ভয়ে বাইরে বের হননি। বিভিন্ন এলাকায় পানি সঙ্কট দেখা দেয়। রাজধানীর কিছু এলাকায় বিভিন্ন অপরাধ সংঘটিত হয় বলে খবর পাওয়া গেছে। মতিঝিলে গোলাগুলির শব্দও শোনা যায়। তবে পুলিশের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। মগবাজার এলাকায় কিছু দুর্বৃত্ত সিএনজি চালিত অটোরিকশায় আগুন দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
কুষ্টিয়ার ভেড়ামারায় ভারত থেকে বিদ্যুৎ আমদানির জন্য ব্যবহৃত সাবস্টেশনে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় সারা দেশে একযোগে লোডশেডিং শুরু হয়। তবে কয়েক ঘণ্টার ব্যবধানে চট্টগ্রাম, কুমিল্লা ও ময়মনসিংহের কিছু এলাকায় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়। দেশের বিদ্যুৎ ব্যবস্থায় হঠাৎ করে বড় ধরনের বিপর্যয় দেখা দেওয়ায় দুঃখ প্রকাশ করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিস্তারিত…» গুঞ্জন ও শঙ্কায় রুদ্ধশ্বাস ৯ ঘণ্টা : প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ