যুযোপযোগী শিক্ষা ব্যবস্থা ছাড়া দক্ষ মানব সম্পদ গড়ে তোলা সম্ভব নয়
বাহুবলের আলিফ সোবাহান চৌধুরী ডিগ্রী কলেজে -এমপি কেয়া চৌধুরী
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ )থেকেঃ বাহুবলে মিরপুর আলিফ সোবহান ডিগ্রী কলেজে ছাত্র-ছাত্রী ও অবিভাবকদের নিয়ে এবারই প্রথম এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার শিক্ষার মান বৃদ্ধিসহ কলেজটির মধ্যে নতুন কিছু উদ্যোগ গ্রহনের লক্ষ্যে মতবিনিময় সভায় আলোচনা করেন অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। এতে প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের মহিলা এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন,আলিফ সোবহান চৌধুরী ডিগ্রী কলেজ সভাপতি হওয়ার পর থেকেই আমি পরিচালনা কমিটি ও শিক্ষকবৃন্দের সহযোগিতায় শিক্ষার মান বৃদ্ধি এবং কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে শৃঙ্খলাবোধ ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছি ।
শিক্ষা মানুষের মৌলিক অধিকার এবং আর্থ সামাজিক উন্নয়নের চাবিকাঠি। যুগোপযোগী শিক্ষাব্যবস্থা ছাড়া সুশিক্ষিত ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সম্ভবপর নয়। তাই বর্তমান সরকার ভিশন- ২০২১ কে সামনে রেখে শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে সুশিক্ষিত ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার জন্য শিক্ষাকে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রধান হাতিয়ার বিবেচনায় নিয়ে একটি জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করে। বর্তমান সরকার পর্যায়ক্রমে এসব লক্ষ্য বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। এরই লক্ষ্যে আলিফ সোবহান চৌধুরী ডিগ্রী কলেজকে নতুন আঙ্গিকে গড়ে তুলার লক্ষ্যে কাজ করে যাচ্ছি ।
অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, অভিভাবকদের সন্তানদের প্রতি সচেতন হতে হবে, শিক্ষাথীদের সাথে অভিভাবদেরকে ও শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে যোগাযোগ বাড়াতে হবে। এর সাথে যুক্ত হতে হবে শিক্ষকদের আন্তরিক হতে হবে শিক্ষাকার্যক্রম পরিচালনা করা। তবেই সকলের সমন্নয়নের মাধ্যমে আলিফ সোবহান চৌধৃুরী ডিগ্রী কলেজকে হবিগঞ্জ জেলার একট্ ি উন্নতমানের শিক্ষামানের প্রতিষ্টানে উন্নিত করতে পারবো।
পরিশেষে তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য বলেন, প্রতিষ্ঠানের নিয়ম মেনে চলা, নিয়মিত ক্লাশ করা, এবং টিউটিরিয়াল পরিক্ষায় অংশগ্রহন করা, এখন থেকে বাধ্যতামূলক করা হবে। এছাড়াও কলেজটিতে পড়ালেখার পাশাপাশি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা এবং খেলাধুলার ব্যপক আয়োজনের ব্যবস্থা করা হবে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, সাংবাদিক জাবেদ আলী, মিরপুর আওয়ামীলীগের সভাপতি সাইফুদ্দিন, প্রফেসর আবতাব উদ্দিন, সাদেক মিয়া, বিনুলাল প্রমুখ।
উক্ত মতবিনিময় সভায় সভাপতি¦ত করেন আলিফ সোবহান চৌধুরী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান।