মুখে আছে বাস্তবে নেই : মাটির চুলায় আর কত রাঁন্না করবে বিশ্বনাথবাসী
শাহ্ তোফাজ্জুল হোসেন ভান্ডারী বিশ্বনাথ প্রতিনিধিঃ প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথ উপজেলায় গ্যাস ও ফায়ার ষ্টেশন বাস্তবায়নে নেই কোনো কার্যকর পদক্ষেপ। মুখে আছে বাস্তবে নেই তার কোনো কার্যকরিতা। দীর্ঘদিন যাবত এই দাবি দু’টি বাস্তবায়নের জন্য বিভিন্ন সংগঠন চালিয়ে আসছে নানামূখী কর্মসূচি। তার মধ্যে রয়েছে মানববন্ধন, গণসংযোগ, স্মারকলিপি পেশ ইত্যাদি। সিলেট-২ বিশ্বনাথ-বালাগঞ্জ ওসমানীনগরের সাবেক সাংসদ আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর কাছে এ বিষয়ে লিখিত আবেদন করা হয়েছিল। কিন্তু কোনো ফল হয়নি। আশ্বাস দিয়ে চলছে গ্যাস সংযোগ ও ফায়ার ষ্টেশন বাস্তাবায়নের কাজ। বিশ্বানাথবাসী এ দু’টি দাবি বাস্তবে রুপান্তরিত করার জন্য বর্তমান সাংসদ ইয়াহইয়া চৌধুরী এহিয়ার দিকে সকলেই চেয়ে আছেন। কবে এ দু’টি দাবি পুরণ হবে বিশ্বনাথবাসীর? বিশ্বনাথে যে কোনো ধরনের অগ্নিকান্ডের ঘটনা ঘটলে দ্রুত আগুন নিয়ত্রণে আনতে নেই কোনো ফায়ার সার্ভিস। অগ্নিকান্ডের ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে খবর পেলে সিলেট থেকে ফায়ার সার্ভিসের লোকজন এসে ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই সব পুড়ে ছাঁই হয়ে লাখ লাখ টাকার ক্ষতি সাধিত হয় এক একটি অগ্নিকান্ডে। এ দিকে জ্বালানী কাঠের নানা সংকট থাকার কারণে উপজেলায় কর্মরত সরকারী বেসরকারী দপ্তরের কর্মচারী কর্মকর্তারা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। এ সমস্যা দূর করতে প্রয়োজন এলাকার প্রতিটি ঘরে গ্যাস সংযোগের ব্যবস্থা করা। কিন্তু এ ব্যাপারে কোনো উদ্যোগ পরিলক্ষিত না হওয়ায় এলকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।