মৌলভীবাজার জেলা প্রশাসনের ড্রইভার ও উপজেলা চেয়ারম্যান পুত্রসহ ৫ মাদকসেবী ও ব্যবসায়ী আটক
আব্দুল হাকিম রাজ, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসনের ড্রইভার ও উপজেলা চেয়ারম্যান পুত্রসহ ৫ মাদকসেবী ও ব্যবসায়ী আটক মৌলভীবাজার জেলা প্রশাসনের গাড়িচালক ও উপজেলা চেয়ারম্যান পুত্রসহ ৪ মাদকসেবী ও ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল ২৬ অক্টোবর রাত ১০টায় অভিযান শুরু করে আজ ২৮ অক্টোবর রাত্র ১টার দিকে শহরের আরামবাগ এলাকার বাসিন্দা চিহ্নিত হিরোইন ব্যাবসায়ী শামসুল হক জুয়েল (৩৫) এর বাসা থেকে ৬শ ৫০ পিসইয়াবা টেবলেট, ১শ পুরিয়া হিরোইন, গাঁজা, ২ শ ৫০ পিস নীল ছবির সিডি, দা, ডেগার কিরিচসহ দেশীয় অস্ত্র, বাসার ভিতরে লাগানো সিসি টিভি, হার্ড ডিস্ক ৮টি মোবাইল সেটসহ হাতেনাতে আরামবাগ এলাকার মৃতঃ মাসুক মিয়ার পুত্র শামসুল হক জুয়েল (৩৫), পার্শ্ববর্তী উত্তর কলিমাবাদ এলাকার বাসিন্দা মুরাদ আলী মিলণ (২৯), সদর উপজেলার আমতৈল ইউনিয়নস্থিত আমতৈল গ্রামের মৃতঃ নিতেশ দে এর পুত্র সুজিত দে (৪৮), জেলার জুড়ী উপজেলার ভবানীপুর গ্রামের আলাউর রহমানের পুত্র সাহাদাত রহমান (৪৮), একই গ্রামের বাসন্দা ও জুড়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মুমিত আশুক এর পুত্র এম এ সায়েম (২৪) ও জামালপুর জেলার পশ্চিম নোয়াগাও গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলামের পুত্র মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর গাড়িচালক শহিদুল ইসলাম (২৮) কে আটক করেছে ডিবি ও মৌলভীবাজার মডেল থানার পুলিশ। আটককৃত ৫ জনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনের ১৯(১)ক/৯/ (খ) ধারায় মামলা (নং-১৫, তারিখ-২৭/১০/১৪ইং) এবং জুয়েলের বিরুদ্ধে অস্ত্র আইনে (নং-১৬, তারিখ- ২৭/১০/১৪ইং) ও পর্ন্যগ্রোফি নিয়ন্ত্রন আইনে (নং- ১৭, তারিখ- ২৭/১০/১৪ইং) আরও ২টি মামলা দায়ের করা হয়েছে। মৌলভীবাজার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সিরাজুল হুদা জানান- গোপন সংবাদের ভিত্তিতে তারই নেতৃত্বে মৌলভীবাজার মডেল থানার ওসি আব্দুস ছালেক ও ডিবি ওসি সালেহ॥ উদ্দিন আহমদ সঙ্গীয় ফোর্সসহ রাত ১০টা থেকে ১টা পর্যন্ত ৩ ঘন্টা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি আরো জানান- বাসার বহিরাঙ্গন পর্যবেক্ষণের জন্য জুয়েলের বাসার প্রবেশ মূখের কয়েকটি স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা আছে। অপরিচিত অথবা আইন- শৃংখলা রক্ষাকারী বাহিনীর লোকজন বাসায় প্রবেশ করালে সে আগেই তা দেখে ফেলতো। অভিযানকারী দল বাসার চারপাশ ঘিরে ফেললে, ফোর্স নিয়ে চলে যাবার জন্য বাসার ভিতর থেকে জুয়েল পুলিশকে হুমকি প্রদান করে। এ পর্যায়ে পুলিশ বাসার ভেতরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে তাদেরকে আটক করতে সক্ষম হয়। সর্বশেষ- আজই মামলা দায়েরের পর তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।