লামাকাজীতে সম্রাট স্পোটিং ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
সুস্থ মন ও মেধা বিকাশে খেলাধুলার বিকল্প নেই
……………মাষ্টার মোঃ আক্তার হোসেন
স্পোর্টস রিপোর্টঃ আল-ইখওয়ান সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মাষ্টার আক্তার হোসেন বলেন, আজকের যুব সমাজই আাগামী দিনের ভবিষ্যৎ, তারাই একদিন দেশ পরিচালনার দায়িত্ব নেবে। খেলাধুলা যুব সমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করে। শারিরীক ও মানসিক বিকাশে খেলাধুলার সুস্থ মন ও মেধা বিকাশের জন্য খেলাধুলার বিকল্প নেই। তিনি গত ২৪ অক্টোবর শুক্রবার বিকেলে সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন ৭নং মোগলগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ড (লামাকাজী পূর্বপার) লালারগাঁঁও গ্রামে সম্রাট স্পোটিং ক্লাব মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। যুব সংগঠক আঙ্গুর আলমের সভাপতিত্বে ও মিছবাহ উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আম্বরখানাস্থ জুনেদ এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী জুনেদ আহমদ বলেন, নতুন প্রজন্মের কাছ থেকে খেলাধুলা হারিয়ে যাচ্ছে। তাই খেলাধুলাকে ধরে রাখতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলার বিকল্প নেই। সভায় বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ মিডিয়া এন্ড ফোন সেন্টারের প্রোঃ মোঃ নজরুুল ইসলাম, মোস্তক আহমদ, কাওছার আহমদ, কয়েছ আহমদ, শামীম আহমদ, খায়রুল আলম, নছির উদ্দিন, রায়হান আহমদ, আফজাল হোসেন, জুনেদ আহমদ, খালেদ আহমদ, রাসেল আহমদ প্রমুখ।
উদ্বোধনী ম্যাচ পরিচালনা করেন রেফারী সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড স্টাইকার জাবেরুল ইসলাম। উদ্বোধনী ম্যাচে ভাই ভাই স্পোটিং ক্লাব বনাম চাচা-ভাতিজা স্পোটিং ক্লাব লামাকাজী এর মধ্যে ১-২ গোলে বিজয়ী হন ভাই ভাই স্পোটিং ক্লাব নোয়াগাঁও। খেলায় ম্যান অব দা ম্যাচ অর্জন করেন ভাই ভাই স্পোটিং ক্লাবের জগলু। পরে সম্রাট স্পোটিং ক্লাব বনাম সেভেন স্টার স্পোটিং ক্লাব শ্রীনগর (গোবিন্দনগর) এর মধ্যে ১-২ গোলে বিজয়ী হন সম্রাট স্পোটিং ক্লাব লালারগাঁও। ম্যান অব দ্যা ম্যাচ অর্জন করেন সম্রাট স্পোটিং ক্লাবের খেলোয়াড় রায়হান আহমদ।