সাহেবের বাজারে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
শহরতলীর সাহেবের বাজারে প্রথম শীতকালিন মিনি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় ফতেগড় মাঠে ফ্লাড লাইটের আলোয় এক খেলার উদ্বোধন করেন সিলেট প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ও ৭১ টেলিভিশন সিলেটের ব্যুরো প্রধান ইকবাল মাহমুদ। উদ্বোধকের বক্তব্যে সাংবাদিক ইকবাল মাহমুদ বলেন, সুস্থ ও মননশীল জাতি গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। আর খেলাধুলায় প্রতিযোগিতামুলক আয়োজন খেলোয়াড়দের মানোন্নায়নে ব্যাপক ভুমিকা রাখে। তিনি বলেন, ফুটবলে যারা জাতীয় পর্যায়ে খ্যাতি অর্জন করেছেন তাদের প্রায় সবাই গ্রাম পর্যায়ে প্রতিযোগিতামুলক টুর্ণামেন্ট এর মাধ্যমে বেরিয়ে এসেছেন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিলের সভাপতিত্বে ও খাদিমনগর ছাত্র কল্যাণ পরিষদের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক ইদ্রিছ আলীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাদিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাছরাঙ্গা টেলিভিশন সিলেটের ব্যুরো প্রধান শাকির হোসাইন, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক স্থানীয় ইউপি সদস্য মোঃ ইলিয়াস আলী, সাংবাদিক আনোয়ার হোসেন, খাদিমনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, বিএনপি নেতা জামাল আহমদ, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনসার আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খাদিমনগর ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি গোলাম রসুল সুমেল, ছাত্রলীগ নেতা আব্দুল বাসিত, মুক্তিযোদ্ধা শরিফ মিয়া, এলাকার বিশিষ্ট মুরব্বি আনা মিয়া, মস্তফা মিয়া, রইছ আলী, মকবুল মিয়া, আবুল কালাম, জামিল আহমদ, আফসান আহমদ, জুবেল আহমদ প্রমুখ। উল্লেখ্য উক্ত খেলায় ধূপাগুল একাদশকে ০-২ গোলে হারায় স্বাগতিক একাদশ। এতে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন সামসুর রহমান পিংকু। বিজ্ঞপ্তি