নবীগঞ্জ পৌর এলাকায় জাকজমকভাবে শ্যামাপূজা অনুষ্টিত
নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ পৌর এলাকার কানাইপুর তরুন সংঘের উদ্যোগে গত বৃস্পতিবার গভীর রাথে জাকজমকভাবে বিভিন্ন অনুষ্টান মালার মধ্য দিয়ে শ্যামা পূজা পালন করা হয়েছে। অনুষ্টানমালার মধ্যে ছিল পুজা,বোগরাগ,সাংস্কৃতিক অনুষ্টান,পুস্পাঞ্জলী প্রদান ও মহাপ্রসাদ বিতরন। পুজা পরিচালনা কমিটির নবাগত সভাপতি শ্যামল কুমার পালের সবাপতিত্বে এবং সাধারন সম্পাদক প্রবীর কুমার পালের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন,সহ-সভাপতি পংকজ পাল,সহ-সাধারন সম্পাদক জীবন চৌধুরী,সাংগঠনিক সম্পাদক নিক্স্রন পাল,সহ-সাংগঠনিক সম্পাদক পরিমল পাল,অর্থ সম্পাদক নারায়ন পাল,সাংস্কৃতিক সম্পাদক অজয় পাল,প্রচার সম্পাদক সৌরভ পাল,সহ-প্রচার সম্পাদক বিশ্বজিত চৌধুরী স্মরন,সাজসজ্জা সম্পাদকপ্রাপ্ত ভট্রাচার্য্য ছোটন,সহ সাজ-সাজসজ্জা সম্পাদক দেবপ্রিয় পাল অন্তু,নির্বাহী সদস্য জয় পাল,কৃষ্ণ পাল,সৃজন পাল,অর্গ পাল,অন্তর পাল,উপদেষ্টা গুরু কুমার পাল জান্টু,জ্যোতিম্ময় ভট্রাচার্য্য,ধীরেন্দ্র পাল নান্টু,গোপাল পাল,সজল চৌধুরী,প্রাণকৃষ্ণ পাল,নেপাল পাল,শিবু পাল,উত্তম কুমার পাল হিমেল,নীলু পাল,দিপক পাল,প্রণয় পাল,সুজিত পাল,ক্ষিতিশ পাল,শরন পাল প্রমূখ। পুজা শেষে সকলের মাঝে মহাপ্রসাদ বিতরন করা হয়।