বিশ্বনাথে ক্রিকেট এসোসিয়েশনের শপথ অনুষ্ঠান সম্পন্ন
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে বুধবার রাতে প্রেসকাব কার্যালয়ে উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের শপথ গ্রহন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। নব-গঠিত ২০১৪-১৫ সনের নির্বাচিত কার্যকরী কমিটির ৮জন সদস্যদের শপথ পড়ান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুল হক।
শপথ অনুষ্ঠান শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি রাসেল আহমদ এর সভাপতিত্বে নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ এর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আবু বক্করসিদ্দিকী, মহিউদ্দিন, বিশ্বনাথ প্রেসকাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামালউদ্দিন, ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি শামছুল ইসলাম মোমিন, সাবেক সভাপতি সাদ’উদ্দিন, কয়ছর চৌধুরী, সাধারণ সম্পাদক ফখরুল আহমদ, ক্রীড়ানুরাগী খলিল আহমদ, আলমগীর হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসকাবের সদস্য এমদাদুর রহমান মিলাদ, নূরউদ্দিন, আবুল কাশেম, এসোসিয়েশনের সহ-সভাপতি রুহেল খান, তপন মালাকার, সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, সহ-সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, তাইয়ুব আলী প্রচার সম্পাদক তালহা সুয়েব-বিন হেলালী প্রমুখ।