মৌলভীবাজারে পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার
আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজার থেকেঃ মৌলভীবাজার শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মডেল থানা পুলিশ বিভিন্ন মামলায় পলাতক সাত আসামিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার ভোরে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন আফিজুল ইসলাম (২২), বেল্লাল হোসেন (২৪), মজনু মিয়া (২০), লিলু মিয়া (২৫), অনন্ত ভট্টাচার্য (৩২), অর্পণ ভট্টাচার্য (৩৭), শানু মিয়া (৫২)। তাদের বাড়ি জেলার বিভিন্ন এলাকায় বলে পুলিশ জানায়।মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, আগামী ২৫ অক্টোবর পর্যন্ত এ অভিযান চলবে।